শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৪ হাজার ৩৭৯ জন। এবার পরীক্ষার্থী ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৩ হাজার ৮০২ জন। বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা। এসএসসির আগের টেস্ট পরীক্ষায় ঝরেপড়া ও জেএসসির ফলাফল খারাপ হওয়ায় পরীক্ষার্থী কমেছে। বোর্ডের ডেপুটি কন্ট্রোলার শহিদুল ইসলাম বলেন, ২০১৭ সালে এ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়া জেএসসি পরীক্ষার্থীদের ফলাফল ভালো হয়নি। এ কারণে ২০১৮ সালে নবম শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কমে যায়। এরই জের ধরে এ বছরের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। এ ছাড়াও দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ না হলে আমরা কাউকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেই না। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস সালাম বলেন, আমরা চেষ্ট করি নিয়মিত অনিয়মিত মিলে পরীক্ষার্থীর সংখ্যা যেন না কমে সেদিকে নজর রাখতে। তিনি বলেন, ঝরেপড়া রোধে আমরা কাজ করছি।

 

সর্বশেষ খবর