সারা দেশে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম। করোনাভাইরাস প্রতিরোধে চলছে ২০ দিনের সাধারণ ছুটি। বন্ধ রয়েছে সরকারি অফিসসহ ব্যবসাপ্রতিষ্ঠান। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন জেলার নিম্নআয়ের শত শত অতিদরিদ্র, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ১০ টাকা কেজি দরের চাল। এ কার্যক্রম চলবে সপ্তাহের তিন দিন। রবি, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল বিক্রির প্রথম দিনে পেয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল কিনেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে ঝালকাঠি জেলায়। গতকাল সকাল থেকে পৌরসভার ৫টি পয়েন্টে ওএমএস ডিলারদের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়। জনপ্রতি ১০ টাকা কেজিতে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম : সামাজিক দূরত্ব বজায় রেখে কুড়িগ্রাম জেলায় সরকারের ১০ টাকার ওএমএস-এর চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল জেলা সদরের পৌর এলাকার ১০টি পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে বিভিন্ন পয়েন্টে ঘরে থাকা সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। নাটোর : এ জেলায় করোনার প্রভাবে নি¤œ আয়ের কর্মহীন মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল নাটোর কাচারি মাঠে এই চাউল বিক্রির উদ্বোধন করা হয়। চাউল বিক্রির উদ্বোধন করেন স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুল। মেহেরপুর : গতকাল ১০ টাকা দরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। শহরের ৯টি স্থান থেকে একসঙ্গে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : জেলায় নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য অধিদফতর পরিচালিত ১০ টাকা কেজি দরে ওমমএস-এর চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল দুপুরে ভাদুঘর বাজারে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। টাঙ্গাইল : জেলার পৌর এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি। নীলফামারী : এ জেলায় ১০ টাকায় চাল বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে। প্রথম দিনে শহরের পাঁচজন ডিলার দশ টন চাল বিক্রি করেন জেলার পাঁচটি পয়েন্ট থেকে। গতকাল গাছবাড়ি এলাকায় এই কর্মসূচি চালু করা হয়। একই দিন আটাও দেওয়া হয় মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজি করে। চাল সংগ্রহে উপচে পড়া মানুষের ভিড় ছিল দেখার মতো।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ