সারা দেশে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম। করোনাভাইরাস প্রতিরোধে চলছে ২০ দিনের সাধারণ ছুটি। বন্ধ রয়েছে সরকারি অফিসসহ ব্যবসাপ্রতিষ্ঠান। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন জেলার নিম্নআয়ের শত শত অতিদরিদ্র, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ১০ টাকা কেজি দরের চাল। এ কার্যক্রম চলবে সপ্তাহের তিন দিন। রবি, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল বিক্রির প্রথম দিনে পেয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল কিনেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে ঝালকাঠি জেলায়। গতকাল সকাল থেকে পৌরসভার ৫টি পয়েন্টে ওএমএস ডিলারদের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়। জনপ্রতি ১০ টাকা কেজিতে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম : সামাজিক দূরত্ব বজায় রেখে কুড়িগ্রাম জেলায় সরকারের ১০ টাকার ওএমএস-এর চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল জেলা সদরের পৌর এলাকার ১০টি পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে বিভিন্ন পয়েন্টে ঘরে থাকা সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। নাটোর : এ জেলায় করোনার প্রভাবে নি¤œ আয়ের কর্মহীন মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল নাটোর কাচারি মাঠে এই চাউল বিক্রির উদ্বোধন করা হয়। চাউল বিক্রির উদ্বোধন করেন স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুল। মেহেরপুর : গতকাল ১০ টাকা দরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। শহরের ৯টি স্থান থেকে একসঙ্গে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : জেলায় নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য অধিদফতর পরিচালিত ১০ টাকা কেজি দরে ওমমএস-এর চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল দুপুরে ভাদুঘর বাজারে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। টাঙ্গাইল : জেলার পৌর এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি। নীলফামারী : এ জেলায় ১০ টাকায় চাল বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে। প্রথম দিনে শহরের পাঁচজন ডিলার দশ টন চাল বিক্রি করেন জেলার পাঁচটি পয়েন্ট থেকে। গতকাল গাছবাড়ি এলাকায় এই কর্মসূচি চালু করা হয়। একই দিন আটাও দেওয়া হয় মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজি করে। চাল সংগ্রহে উপচে পড়া মানুষের ভিড় ছিল দেখার মতো।
শিরোনাম
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা