সারা দেশে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম। করোনাভাইরাস প্রতিরোধে চলছে ২০ দিনের সাধারণ ছুটি। বন্ধ রয়েছে সরকারি অফিসসহ ব্যবসাপ্রতিষ্ঠান। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন জেলার নিম্নআয়ের শত শত অতিদরিদ্র, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ১০ টাকা কেজি দরের চাল। এ কার্যক্রম চলবে সপ্তাহের তিন দিন। রবি, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল বিক্রির প্রথম দিনে পেয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল কিনেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে ঝালকাঠি জেলায়। গতকাল সকাল থেকে পৌরসভার ৫টি পয়েন্টে ওএমএস ডিলারদের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়। জনপ্রতি ১০ টাকা কেজিতে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম : সামাজিক দূরত্ব বজায় রেখে কুড়িগ্রাম জেলায় সরকারের ১০ টাকার ওএমএস-এর চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল জেলা সদরের পৌর এলাকার ১০টি পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে বিভিন্ন পয়েন্টে ঘরে থাকা সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। নাটোর : এ জেলায় করোনার প্রভাবে নি¤œ আয়ের কর্মহীন মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল নাটোর কাচারি মাঠে এই চাউল বিক্রির উদ্বোধন করা হয়। চাউল বিক্রির উদ্বোধন করেন স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুল। মেহেরপুর : গতকাল ১০ টাকা দরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। শহরের ৯টি স্থান থেকে একসঙ্গে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : জেলায় নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য অধিদফতর পরিচালিত ১০ টাকা কেজি দরে ওমমএস-এর চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল দুপুরে ভাদুঘর বাজারে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। টাঙ্গাইল : জেলার পৌর এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি। নীলফামারী : এ জেলায় ১০ টাকায় চাল বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে। প্রথম দিনে শহরের পাঁচজন ডিলার দশ টন চাল বিক্রি করেন জেলার পাঁচটি পয়েন্ট থেকে। গতকাল গাছবাড়ি এলাকায় এই কর্মসূচি চালু করা হয়। একই দিন আটাও দেওয়া হয় মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজি করে। চাল সংগ্রহে উপচে পড়া মানুষের ভিড় ছিল দেখার মতো।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর