সারা দেশে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম। করোনাভাইরাস প্রতিরোধে চলছে ২০ দিনের সাধারণ ছুটি। বন্ধ রয়েছে সরকারি অফিসসহ ব্যবসাপ্রতিষ্ঠান। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন জেলার নিম্নআয়ের শত শত অতিদরিদ্র, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ১০ টাকা কেজি দরের চাল। এ কার্যক্রম চলবে সপ্তাহের তিন দিন। রবি, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল বিক্রির প্রথম দিনে পেয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল কিনেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে ঝালকাঠি জেলায়। গতকাল সকাল থেকে পৌরসভার ৫টি পয়েন্টে ওএমএস ডিলারদের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়। জনপ্রতি ১০ টাকা কেজিতে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম : সামাজিক দূরত্ব বজায় রেখে কুড়িগ্রাম জেলায় সরকারের ১০ টাকার ওএমএস-এর চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল জেলা সদরের পৌর এলাকার ১০টি পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে বিভিন্ন পয়েন্টে ঘরে থাকা সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। নাটোর : এ জেলায় করোনার প্রভাবে নি¤œ আয়ের কর্মহীন মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল নাটোর কাচারি মাঠে এই চাউল বিক্রির উদ্বোধন করা হয়। চাউল বিক্রির উদ্বোধন করেন স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুল। মেহেরপুর : গতকাল ১০ টাকা দরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। শহরের ৯টি স্থান থেকে একসঙ্গে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : জেলায় নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য অধিদফতর পরিচালিত ১০ টাকা কেজি দরে ওমমএস-এর চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল দুপুরে ভাদুঘর বাজারে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। টাঙ্গাইল : জেলার পৌর এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি। নীলফামারী : এ জেলায় ১০ টাকায় চাল বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে। প্রথম দিনে শহরের পাঁচজন ডিলার দশ টন চাল বিক্রি করেন জেলার পাঁচটি পয়েন্ট থেকে। গতকাল গাছবাড়ি এলাকায় এই কর্মসূচি চালু করা হয়। একই দিন আটাও দেওয়া হয় মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজি করে। চাল সংগ্রহে উপচে পড়া মানুষের ভিড় ছিল দেখার মতো।
শিরোনাম
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর