সারা দেশে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম। করোনাভাইরাস প্রতিরোধে চলছে ২০ দিনের সাধারণ ছুটি। বন্ধ রয়েছে সরকারি অফিসসহ ব্যবসাপ্রতিষ্ঠান। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন জেলার নিম্নআয়ের শত শত অতিদরিদ্র, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ১০ টাকা কেজি দরের চাল। এ কার্যক্রম চলবে সপ্তাহের তিন দিন। রবি, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল বিক্রির প্রথম দিনে পেয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল কিনেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে ঝালকাঠি জেলায়। গতকাল সকাল থেকে পৌরসভার ৫টি পয়েন্টে ওএমএস ডিলারদের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়। জনপ্রতি ১০ টাকা কেজিতে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম : সামাজিক দূরত্ব বজায় রেখে কুড়িগ্রাম জেলায় সরকারের ১০ টাকার ওএমএস-এর চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল জেলা সদরের পৌর এলাকার ১০টি পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে বিভিন্ন পয়েন্টে ঘরে থাকা সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। নাটোর : এ জেলায় করোনার প্রভাবে নি¤œ আয়ের কর্মহীন মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল নাটোর কাচারি মাঠে এই চাউল বিক্রির উদ্বোধন করা হয়। চাউল বিক্রির উদ্বোধন করেন স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুল। মেহেরপুর : গতকাল ১০ টাকা দরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। শহরের ৯টি স্থান থেকে একসঙ্গে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : জেলায় নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য অধিদফতর পরিচালিত ১০ টাকা কেজি দরে ওমমএস-এর চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল দুপুরে ভাদুঘর বাজারে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। টাঙ্গাইল : জেলার পৌর এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি। নীলফামারী : এ জেলায় ১০ টাকায় চাল বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে। প্রথম দিনে শহরের পাঁচজন ডিলার দশ টন চাল বিক্রি করেন জেলার পাঁচটি পয়েন্ট থেকে। গতকাল গাছবাড়ি এলাকায় এই কর্মসূচি চালু করা হয়। একই দিন আটাও দেওয়া হয় মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজি করে। চাল সংগ্রহে উপচে পড়া মানুষের ভিড় ছিল দেখার মতো।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর