শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

মেহেরপুরে কুপিয়ে হত্যা

মেহেরপুর ফারুক হোসেন (৩৯) নামের এক জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফারুক হোসেন মেহেরপুর জেলা শহরের তাঁতিপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে ও মেহেরপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে মেহেরপুর সদর থানার নিকটে হত্যার ঘটনা ঘটে।

-মেহেরপুর প্রতিনিধি

পরিচিতি সভা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এসএমসির পরিচিতি সভা গতকাল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল গাফফার সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি এস এম হেলাল। -লাকসাম প্রতিনিধি

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ঢাকা সিলেট মহাসড়কের বড় বলাইখাঁ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। -রূপগঞ্জ প্রতিনিধি

কমিটি বাতিল দাবিতে স্মারকলিপি

গাজীপুর মহানগর জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত স্মারকলিপির অনুলিপি বিরোধী দলীয় এমপি ও জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা বেগম রওশন এরশাদের কাছে পাঠানো হয়েছে।  গত ১২ অক্টোবর  সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিনকে আহ্বায়ক ও  সিটির ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেনকে সদস্যসচিব করে ১৭৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব  জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু। এরপর থেকে গাজীপুর মহানগর জাতীয় পার্টির একটি অংশ কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছে।

-টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর