অপরাধ নিয়ন্ত্রণে অপরাধের কারণ অনুসন্ধানে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, অপরাধের কারণ অনুসন্ধান করতে হবে। অপরাধের ধরন ও কারণ ভিন্ন ভিন্ন। একেক দেশে অপরাধের ধরন একেক রকম। বাংলাদেশে যা অপরাধ। অন্য দেশে তা অপরাধ হিসেবে গণ্য নাও হতে পারে। তাই প্রত্যেকটা অপরাধের পেছনের কারণ খুঁজে আনতে হবে।