মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
গাড়ির ফিটনেস চেক করা নিয়ে উত্তেজনা

সড়ক অবরোধ, তীব্র যানজট

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গাড়ির ফিটনেস চেক করা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিকদের উত্তেজনা দেখা দেয়। ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা ও আরাপপুর বাসস্ট্যান্ডে গতকাল এ ঘটনা ঘটে। এ সময় মালিক-শ্রমিকরা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ওপর গাড়ি রেখে অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়। জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তার সঙ্গেও শ্রমিক-মালিকদের বাগবিতন্ডা হয়।

জানা যায়, সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এবং আরাপপুর বাসস্ট্যান্ডে ম্যাজিস্ট্রেট ইরফানুল হক গাড়ির ফিটনেস চেক শুরু করে। তখন কয়েকটি গাড়ির বিভিন্ন ত্রুটি থাকায় ছয়টি মামলা ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় মালিক-শ্রমিক জোট হয়ে মামলা ও জরিমানা প্রত্যাহারের দাবি জানায়। একপর্যায়ে মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর