বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভুয়া প্ল্যানে বাড়ি নির্মাণের হিড়িক!

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ভুয়া প্ল্যানে বাড়ি নির্মাণের হিড়িক!

টঙ্গীতে ভুয়া প্লানে বাড়ি নির্মাণের হিড়িক পড়েছে। সাবেক টঙ্গী পৌরসভা ২০১২ সালের প্লান দিয়ে এখনো কাজ চলছে। একটি চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে ভুয়া প্লান বানিয়ে জনসাধারণের কাছে বিক্রি করছেন। পরে কাজ করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন অনেকে। সরেজমনি ঘুরে জানা যায়, টঙ্গীর শিলমুন, মরকুন, আরিচপুর, আউচপাড়া সাতাইশসহ বিভিন্ন এলাকায় ৫০ থেকে ১ লাখ টাকার বিনিময়ে ভুয়া নকশা কিনে অনেকে বহুতল ভবন নির্মাণ করছেন। এতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা দিন দিন বাড়ছে। শিলমুন এলাকায় জয়নাল আবেদীন গত প্রায় দুই মাস পূর্বে ২০১২ সালের প্লান নিয়ে ৬ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করেন।

টঙ্গীর ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলীর বলেন, ভুয়া প্লানে বাড়ি নির্মাণ করায় জাম্বুরারটেক এলাকার মোজাম্মেল ও জয়নাল আবেদীনের বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর