মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

শুরু ধান-চাল সংগ্রহ অভিযান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ধুনট মোড়ের এলএসডি গোডাউনে লাল ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হাবিবর রহমান বলেন, এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষক যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, এ জন্য স্বচ্ছতার সঙ্গে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ সেকেন্দার রবিউল ইসলাম জানান, চলতি মৌসুমে এই উপজেলায় মোট ২ হাজার ৯০২ মেট্রিক টন ধান ও ১৫ হাজার ১৫৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা দরে এই ধান-চাল ক্রয় করা হবে। এরই মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রথম পর্যায়ে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে। নিবন্ধিত প্রত্যেক কৃষক এক থেকে তিন মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। আগামী ১৫ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর