রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত ট্রাক

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত ট্রাক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতা ও যানবাহনের চাপের কারণে দৌলতদিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক। গতকাল ফেরির জন্য অপেক্ষারত ট্রাকের সারি দৌলতদিয়া ফেরিঘাট থেকে তিন কিলোমিটার এবং রাজবাড়ী গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চার কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। আটকে থাকা ট্রাকচালকদের অভিযোগ, টাকার বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করে ফেরি পারাপারের সুযোগ করে দিতে একটি সিন্ডিকেট কাজ করছে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান চালক আওয়াল শেখ বলেন, ১৪ ঘণ্টা ধরে গোয়ালন্দ মোড় এলাকায় রয়েছেন তিন। কয়েকটি ট্রাক সিরিয়াল ভঙ্গ করে সামনে চলে গেছে। ট্রাকচালক সোহাগ বলেন, রাস্তায় খরচের জন্য যে টাকা ছিল তাও প্রায় শেষ। এখন বাড়ি থেকে টাকা এনে মানিকগঞ্জ পর্যন্ত যেতে হবে। দৌলতদিয়া ফেরিঘাটের উপমহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করে আসছিল। বর্তমানে দুটি মেরামতের জন্য ডকইয়ার্ডে থাকায় এ রুটে ১৪টি ফেরি চলছে। ফলে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। ট্রাফিক পুলিশ গাড়ির সিরিয়াল রক্ষায় কাজ করে যাচ্ছে। ফেরির সংখ্যা বৃদ্ধি পেলে সমস্যা সমাধান হবে।

সর্বশেষ খবর