বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

হাতকড়া ছিঁড়ে পালাল আসামি

পটুয়াখালীর দশমিনায় পুলিশের উদ্ধার অভিযানে গাঁজাসহ আটক আসামিপক্ষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে নজরুল মোল্লা নামে এক আসামি হাতকড়া ছিঁড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গতকাল দশমিনা উপজেলার শাহ্ কেরামতিয়া মাজার শরিফ সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার গছানী গ্রামের শাহ্ কেরামতিয়া মাজার সংলগ্ন সেকান্দার আলী মৃধার ছেলে মো. নজরুল মোল্লাকে পুলিশ গাঁজা বিক্রির অভিযোগে আটক করে। এসআই তৌসিফ ইসলামসহ পুলিশ সদস্যরা হাতকড়া লাগিয়ে নজরুল মোল্লাকে থানায় নিয়ে আসার সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে হাতকড়া ছিঁড়ে গেলে দৌড়ে পালায় নজরুল মোল্লা। ঘটনার সময় উপস্থিত নজরুল মোল্লার ভাই মোহাম্মদ আমীন ও প্রতিবেশী সোহাগ বেপারীকে আটক করে পুলিশ।

                - পটুয়াখালী প্রতিনিধি

 

টঙ্গীতে দফায় দফায় হামলা ভাঙচুর

গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর ভূইয়াপাড়া শাহী জামে মসজিদের সামনে চটপটি দোকানে বন্ধুদের সঙ্গে নিয়ে চটপটি খাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র তুষার আহম্মেদ। এ সময় একদল দুবর্ৃৃত্ত কাদা ছিটিয়ে দেয় তুষার ও তার বন্ধুদের শরীরে। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোর গ্যাং লিডার রাজিব চৌধুরী বাপ্পির নেতৃত্বে হামলা চালিয়ে তুষার, তুহিন, সবুজ ও আক্তারকে পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অভিযোগ হয়েছে। আহত তুষার ও তুহিনের বড় ভাই শুভ্র জানান, মঙ্গলবার রাতে আমাদের বাসার সামনে ভূইয়াপাড়া শাহী মসজিদ সংলগ্ন চটপটি দোকানে বন্ধুদের সঙ্গে নিয়ে চটপটি খাচ্ছিল তুষার। -টঙ্গী প্রতিনিধি

 

মাথার খুলিবিহীন বিরল শিশুর জন্ম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিরল এক ছেলেশিশুর জন্ম হয়েছে। প্রসবের আগে আল্ট্রাসনোগ্রাম করা হলে দেখা যায় বাচ্চার মাথার খুলি নেই। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। গতকাল দুপুরে সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালে ইসরাত জাহান হাওয়া নামে এক নারীর অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেশিশুটির জন্ম হয়।

-সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

প্রতিপক্ষকে ফাঁসাতে ভ্যানচালককে হত্যা

মাদারীপুরের রাজৈরে জোড়া খুনের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে ভ্যানচালক সালাম শেখকে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল এ কথা বলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পুলিশ সুপার জানান, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজৈর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুলফিকার খালাসি ও বাবুল মুন্সিকে হত্যা করা হয়। এ জোড়া খুনের মামলায় ৮৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। জোড়া খুনের মামলায় বাদীপক্ষের সঙ্গে আপস করতে না পারায় গত ২৩ মে নিজেদের দলের সালাম শেখকে হত্যা করা হয়। -মাদারীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর