বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা

বিচার চেয়ে কাঁদলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা

শেরপুর প্রতিনিধি

ময়মনসিংহের একটি অনলাইন পোর্টালে ২৯ মে ‘ঝিনাইগাতী উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডির সঙ্গে দারোয়ানের অবৈধ সম্পর্ক নিয়ে তোলপাড়’ শিরোনামে খবর প্রকাশিত হয়। ওই ওসিএলএসডি শেরপুরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ অদুর মেয়ে। তার পারিবারিক সম্মান ক্ষুণœ হয়েছে দাবি করে গতকাল শহরের বাগরাকসায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ অদু। বক্তব্যের একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল ওয়াদুদ অদুর ছেলে ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস। এতে বলা হয়, একজন নারীর বিরুদ্ধে লিখতে সরকার ও আদালতের আইনকানুন মানা হয়নি। ব্যক্তিচরিত্রের ওপর এমন হামলা ন্যক্কারজনক। চাঁদা ও গুদামে অনৈতিক সুবিধা চেয়ে না পেয়ে এসব করা হয়েছে। এ ধরনের খবরকে তিনি সন্ত্রাস বলে অভিহিত করেন। এ বিষয়ে শেরপুর সদর থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর