শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বাল্কহেড ডুবে দুই শ্রমিকের মৃত্যু

চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরে মেঘনা নদীতে এমভি মক্কা মদিনা-৩ নামে একটি বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ দুই নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার মোহনপুর দশআনি ঘাট এলাকা থেকে গতকাল বিকালে লাশ দুটি উদ্ধার করে কোস্টগার্ড স্টেশন ডুবুরি দল। নিহতরা হলেন- মিজানুর রহমান (২৫) ও সাজু শিকদার (২৩)। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা যায়, গতকাল ভোররাত ৪টার দিকে মোহনপুর দশআনি ঘাটসংলগ্ন এলাকায় এমভি মক্কা মদিনা-৩ নামে একটি বাল্কহেড নোঙ্গর করা অবস্থায় চারজন শ্রমিকসহ ডুবে যায়। এ সময় মহিউদ্দিন ও নাঈম সিকদার সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হলেও দুজন পানিতে ডুবে যায়। খরব পেয়ে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে ডুবুরি দলের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বিকাল ৩টায় দুজনের মরদেহ বাল্কহেড ইঞ্জিন রুমের ভিতর থেকে উদ্ধার করা হয়।        -চাঁদপুর প্রতিনিধি

 

চলন্ত ট্রেনে ভেঙে পড়ল গাছ এক ঘণ্টা চলাচল বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত ট্রেনে গাছ ভেঙে পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ঘটনাটি ঘটে গতকাল লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এতে কেউ হতাহত না হলেও ট্রেনের সামনের হেড লাইট ভেঙে যায় এবং ইঞ্জিনের বাফার বাঁকা হয়। শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া অতিক্রম করার সময় একটি গাছ ভেঙে পড়ে। এতে ট্রেনটি সেখানেই আটকে যায়। রেল বিভাগ ও বন বিভাগের কর্মীরা গাছ কেটে রেল যোগাযোগ স্বাভাবিক করে। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন জানান, গাছটি ট্রেনের ইঞ্জিনে পড়ায় কেউ হতাহত হয়নি। তবে ট্রেনের হেড লাইট ভেঙে গেছে। ইঞ্জিনের বাফার বাঁকা হয়ে গেছে।             -শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

 

হরিণের মাংসসহ বাবা-ছেলে আটক

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা ১২ কেজি হরিণের মাংসসহ বাবা-ছেলেকে আটক করেছে। গতকাল শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বলেশ্বর নদ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, ১২ কেজি হরিণের মাংস, ফাঁদ, একটি নৌকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হানিফ মিস্ত্রি ও তার ছেলে মাসুম। শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সকালে একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশি করেন বনরক্ষীরা। এ সময় হরিণের মাংস ও শিকারের সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার মাংস রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেওয়া হয়েছে। -বাগেরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর