শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রাঙামাটিতে বেহাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে বেহাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট

সংস্কারের অভাবে বেহাল রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। করোনার জন্য দীর্ঘদিন বন্ধ থাকায় এখন একেবারে স্থবির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। জরাজীর্ণ ভবনের খসে পড়ছে প্লাস্টার। এরই মধ্যে ভেঙে পড়েছে সিলিংও। শেওলা জমে রং নষ্ট হয়েছে ভাস্কর্যগুলোর। বাইরের অবস্থা ভালো হলেও ভিতরের অবস্থা একেবারে শোচনীয়। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় নষ্ট হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংরক্ষিত সংস্কৃতি ও ঐতিহ্য। তাই উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। জানা গেছে, ১৯৭৮ সালে পার্বত্যাঞ্চলের ১০ ভাষাভাষীর ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ সাধনের লক্ষ্যে রাঙামাটিতে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট (বর্তমান নাম- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট) প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ পাস হওয়ার পর ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপ লাভ করে। আইনের আলোকে ইনস্টিটিউটের বর্তমান নাম রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট। বর্তমানে তা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরিত একটি বিভাগ হিসেবে পরিচালিত হচ্ছে। রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের পাশে ভেদভেদী নামক স্থানে ৭.৬৫ একর জমির ওপর এ ইনস্টিটিউট অবস্থিত। ইনস্টিটিউটের দুই তলাবিশিষ্ট একটি প্রশাসনিক ভবন, তিন তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন একটি জাদুঘর ভবন, একটি তিন তলাবিশিষ্ট ট্রেনিং সেন্টার কাম আর্টিস্ট হোস্টেল ভবন আছে।

সর্বশেষ খবর