সাতক্ষীরায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও আঙিনায় থই থই করছে পানি। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর দুই দিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। তিন দিনেও পানি নিষ্কাশন না হওয়ায় শ্রেণিকক্ষে পাঠদান নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষকরা। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বলছে স্কুল ও কলেজের আঙিনা থেকে পানি না নামলে পাঠদান সম্ভব হবে না। করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাদের সেই আনন্দে ছাই ঢেলেছে আশ্বিনের বৃষ্টি। জেলা সদরের ভোমরা রাশেদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ছাপিয়ে পানি উঠেছে শ্রেণিকক্ষে। বিদ্যালয়টির নিচতলা সম্পূর্ণ পানিতে নিমজ্জিত। মাঠে কোমরপানি থাকায় গতকাল শ্রেণিকক্ষে যেতে পারেনি শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যত্র ক্লাস করানোর কথা ভাবছে শিক্ষা অফিস। সাতক্ষীরা শহরে বেসরকারি ছফুরননেছা মহিলা কলেজ প্রাঙ্গণও পানিতে ভাসছে। এখনো শ্রেণিকক্ষে জমে আছে হাঁটুপানি। কলেজের অধ্যক্ষ আশরাফুন নাহার জানান, সামন্য বৃষ্টি হলেই কলেজের ভিতরে হাঁটুপানি জমছে। পানি নিষ্কাশনের সব পথ বন্ধ। অফিসের যাবতীয় কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। জরুরিভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও কলেজের দুর্ভোগ লাঘবে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন অধ্যক্ষ ও শিক্ষার্থীরা। এদিকে সাতক্ষীরা সদরের মাছখোলা হাইস্কুল, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে ডুবে আছে কয়েক মাস ধরে। জেলা সদরের বড়দল প্রাইমারি স্কুলের অবস্থাও একই। পানি নিষ্কাশন না হওয়ায় এখানকার শিক্ষার্থীরা রয়েছে চরম ঝুঁকিতে। কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মোবারকনগর বাজার ও তৎসংলগ্ন এলাকা পানিতে ডুবে গেছে। কালিগঞ্জ উপজেলার ভদ্রখালি প্রাইমারি স্কুল মাঠেও এখন হাঁটুপানি। আশাশুনির প্রতাপনগর ফাজিল মাদরাসা, প্রতাপনগর ইউনাইটেড একাডেমি ও কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়, কুড়িকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়িকাহুনিয়া মহিলা মাদরাসা, প্রতাপনগর মহিলা মাদরাসা, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কোমরপানিতে ডুবে আছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, সাতক্ষীরার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনের ভারী বৃষ্টিতে পানি উঠে গেছে। এসব প্রতিষ্ঠানে বিকল্প ব্যবস্থায় ক্লাস করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এদিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর, বিজিবি ক্যাম্প, ঋশিল্পী, বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন প্রতিষ্ঠান জলাবদ্ধতার কবলে পড়েছে।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার