বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পোকার আক্রমণে দিশাহারা

মো. আসাদুজ্জামান সুমন, ভালুকা

পোকার আক্রমণে দিশাহারা

ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় আমন খেতে পাতামোড়া ও বিএলবির আক্রমণে ধান মরে যাওয়ায় অনেক কৃষক দিশাহারা হয়ে পড়েছেন। গতকাল সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে যোকাদরা বাইদে গিয়ে দেখা যায় ধান মরে লালচে বিবর্ণ রং ধারণ করে আছে। সরেজমিন জানা যায়, ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের কৃষক আহাম্মদ আলীর দুই কাঠা জমির ধান সম্পূর্ণ মরে গেছে। একই গ্রামের কৃষক নূর মোহাম্মদ জানান, তিনি ১১ কাঠা জমিতে রঞ্জিত জাতের আমন আবাদ করেছেন। তার খেতে ধান গাছের গোড়ায় ছোট পোকার আক্রমণ দেখা দিয়েছে। তারা এটিকে কারেন্ট পোকা বলে থাকেন। অসংখ্য ছোট ছোট সাদা পোকা ধান গাছের গোড়ায় রস চুষে খেয়ে ফেলায় ধানের গোছা মরে পাতা হলদে হয়ে যায়। তিনি জানান, কৃষি বিভাগের লোকজন না পেয়ে স্থানীয় ডিলারের পরামর্শে কীটনাশক এনেছেন খেতে দেওয়ার জন্য। ১১ কাঠা জমি আবাদ করতে তিনি প্রায় ১০ হাজার টাকার মতো খরচ করেছেন। পোকা দমন না হলে তিনি ঘরে ফসল তুলতে পারবেন না। একই এলাকার পান্না আলীর ৪ কাঠা খেত পোকায় আক্রান্ত হলে তিনি স্থানীয় ডিলারের দোকান হতে কীটনাশক এনে খেতে দিয়েছেন। ওই এলাকার কৃষক আবদুস সাত্তারের ১০ কাঠা জমিতে পোকার আক্রমণ দেখা দিলে তিনি খেতে কীটনাশক স্প্রে করেছেন। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুষ জানান, চাঁনপুর, আঙ্গারগাড়া, ডাকাতিয়া হিজলিপাড়া এলাকায় বিএলবি ও পাতামোড়ায় আমন ধান আক্রান্ত হয়েছে। এসব দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও উপজেলার হবিরবাড়ী পাড়াগাঁও, উথুরা, চামিয়াদী, ভায়াবহ, পাঁচগাঁও এলাকায় কিছু কিছু জায়গায় আমন ধানে পোকার আক্রমণ দেখা দিয়েছে বলে কৃষকরা জানিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জেমিন জাহান জানান, ‘দিনে প্রখর রোদ, রাতে ঠান্ডা, বৈরী এ আবহাওয়ার কারণে এসব পোকার উপদ্রব হতে পারে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে পোকার আক্রমণ ঠেকাতে চেষ্টা করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর