রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাবা-ছেলেসহ নিহত ১০

প্রতিদিন ডেস্ক

বাবা-ছেলেসহ নিহত ১০

ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যানচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ভালুকায় লড়িচাপায় নিহত হয়েছেন দুই নারী। এ ছাড়া ছয় জেলায় সড়কে প্রাণ গেছে আরও ছয়জনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

ঠাকুরগাঁও : পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকায় গতকাল সন্ধ্যায় পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি উপজেলার চন্ডিপুর গ্রামে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় করিমুল ও তার ছেলে আরমান মোটরসাইকেলে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিলেন। চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। 

ময়মনসিংহ : উপজেলার ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট নামক স্থানে গতকাল দুপুরে বালুবাহী লড়িচাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মিয়া হোসেনের স্ত্রী বকুলা বেগম (৪৫)।

দিনাজপুর : জেলা শহরের ডায়াবেটিক মোড়ে বিকালে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ইস্তিয়া ফারাবি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ফারাবি নতুন ৬ নম্বর উপ-শহরের স্টাফ কোয়ার্টার এলাকার রিপনের ছেলে।

চট্টগ্রাম : সিএনজিচালিত ট্যাক্সির ধাক্কায় ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ পূর্বগেট এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা : জেলা সদরের বাদিয়াখালিতে বালুবোঝাই ট্রাক্টরচাপায় মারা গেছেন হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা। নিহত হাসিনা বাদিয়াখালি ইউনিয়নের রেল স্টেশন এলাকার মনছুর আলীর স্ত্রী।

ঝিনাইদহ : মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে গতকাল বিকালে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বগুড়া : জেলা সদরের বাঘোপাড়া এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত নারী (৩০) নিহত হয়েছেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গতকাল বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় দুই বিজিবির সদস্যসহ আহত হয়েছেন ১২ জন।

আহত দুই বিজিবি সদস্যকে গুইমারা বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে। নিহত চালকের নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ থানার জয়নাল আবেদীনের ছেলে।

 

সর্বশেষ খবর