শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পাসপোর্ট অফিসে বাড়তি টাকা না দিলে ভোগান্তি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাড়তি টাকা না দিলেই বিভিন্ন আবেদন ফরমে ভুল আছে- এমন অভিযোগ তুলে বার বার ঘোরানো হয় পাসপোর্ট প্রত্যাশীদের। পাসপোর্ট অফিসের দালাল বা অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীকে বাড়তি টাকা দিলেই নিমিষেই সব ভুল সঠিক হয়ে যায়। ফলে টাকা দিলেই দ্রুত পাসপোর্ট পাওয়া যায়, না দিলে দিনের পর দিন ঘুরতে হয় গ্রাহকদের। প্রতিকার চাইলে আরও বিপদ নেমে আসে। অফিসে দায়িত্বরত আনসার ও কর্মচারীরা প্রতিবাদকারীর ওপর চালান নির্যাতন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ফাইল জমা দেওয়া না গেলেও দালাল বা অফিসের কর্মকর্তাদের সঙ্গে লেনদন করলেই নিমিষেই ফরমের সব ভুল ঠিক হয়ে যায়। বিদেশে কর্মসংস্থান ও চিকিৎসার জন্য নতুন পাসপোর্ট করতে পাসপোর্ট অফিসে ছুটে আসতে হয় মানুষকে। দ্রুত পাসপোর্ট পেতে জরুরি পাসপোর্ট ফি প্রদান বা আবেদন নিবেদন করে কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে বাড়তি টাকা গুনে দিতে হচ্ছে গ্রাহকদের। যেন এ ঘটনা দেখেও দেখার কেউ নেই।

সর্বশেষ খবর