রমজানের এক-তৃতীয়াংশ সময় পেরিয়ে গেলেও নেত্রকোনায় এখনো জমেনি ঈদবাজার। করোনা মহামারি স্থিতিশীল হলেও এবার নেই ঈদের আমেজ। তার ওপর চলছে মেলা। এক প্রকার ক্রেতাশূন্য দিন পার করছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলছেন প্রতিনিয়ত বাজার মনিটরিং হচ্ছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, এ বছর অন্যবারের তুলনায় জিনিসপত্রের দাম বেশি থাকায় সবকিছু নাগালের বাইরে। দুটোর স্থলে কেউ কেউ একটি পোশাক নিচ্ছেন। আবার বিক্রেতারা বলছেন, বেশির ভাগ ক্রেতা এসে দেখে চলে যান। অনেক সময় ক্রেতাশূন্য হয়ে বসে থাকতে হয়। করোনাকালে ক্ষতি কাটিয়ে দোকন ভাড়া, শ্রমিক ভাড়া দিতে গিয়ে হিমশিম খাওয়ার কথা জানালেন বিক্রেতারা। বাজারের দোকানি শরীফ আহমেদ, নিহার রঞ্জনসহ ব্যবসায়ীদের অভিযোগ- এমনিতে মহামারি কাল পার করেছে, তার ওপর এবার শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে মাসব্যাপী মেলা চলায় বাইরের ব্যবসায়ী দ্বারা ক্রেতারা প্রতারিত হচ্ছেন। গুটিকয়েকজন মেলা থেকে পয়সা নিয়ে জেলার ব্যবসায়ী মহলসহ ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করছেন। সাধারণ মানুষ মেলা থেকে জিনিসপত্র কিনছেন। এই জেলার ব্যবসায়ীরা তো মাসব্যাপী ক্ষতির সম্মুখীন হলো। তাছাড়া দেশব্যাপী স্কুল-কলেজ বন্ধ ছিল। কিন্তু নেত্রকোনায় মেলা দেওয়াটা সবার জন্য ক্ষতির কারণ হয়েছে। টাকাগুলো জেলায় থাকত। বাইরে চলে গেছে। অবিলম্বে ব্যবসায়ীরা এই মেলা বন্ধের অনুরোধ করেন। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় আসা দোকানি জিল্লুর রহমানসহ অন্যরা বলছেন মেলা জমবে ২০ রোজা থেকে। চাহিদা অনুযায়ী পণ্য দেখাচ্ছেন তারা। ২৩ মার্চ থেকে শুরু হওয়া মেলা চলবে চাঁদরাত অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত। এ নিয়ে জেলার চেম্বার অব কমার্সের সভাপতি মো. আবদুল ওয়াহেদ জানান, প্রায় প্রতিদিন জেলা প্রশাসনের সঙ্গে মনিটরিং চলছে। সব কিছুর মূল্য বাড়তি। তবে করোনাকাল পার করে ব্যবসায়ীরা এখন কিছুটা ভালোর দিকে গেলেও এবার নেত্রকোনায় মেলা চলায় স্থানীয়ভাবে ঈদের বাজারে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু ব্যবসায়ীই নয়, ক্ষতি হচ্ছে সব শ্রেণি-পেশার মানুষের।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
জমে ওঠেনি ঈদবাজার
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর