রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নাটোরে বাস মালিকদের আলটিমেটাম

নাটোর প্রতিনিধি

নাটোরে মুখোশধারীদের হামলায় বাস মালিক সমিতির তিন নেতা আহত হওয়ার ঘটনায় জড়িতদের ২৬ এপ্রিলের মধ্যে গ্রেফতারে সময় বেধে দিয়েছে জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতি। না হলে ২৭ এপ্রিল থেকে বাস চলাচল অনির্ষ্টিকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নেতারা। শহরের কানাইখালী এলাকায় বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গতকাল এই আলটিমেটাম দেন তারা। লিখিত বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক প্রশান্ত কুমার লক্ষন পোদ্দার। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১০-১২ জন মুখোশধারী বাস মালিক সমিতির অফিসে ঢুকে বাস মালিক বাবুল আক্তার, মজিবর রহমান ও আব্দুর রশীদের ওপর চড়াও হয়। তাদের হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরদিন এ ঘটনায় হামলার শিকার নাবিলা পরিবহনের মালিক থানায় অভিযোগ করেন। অভিযোগের পর ভোটা বাপ্পি ও সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর