পাহাড়ে হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। এরই মধ্যে আক্রান্ত হয়েছে শতাধিক। শিশুদের পাশাপাশি বাদ পড়েনি পাপ্ত বয়স্ক নারী ও পুরুষ। রাঙামাটি দুর্গম জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের কয়েকটি পাহাড়ি পল্লীর বাসিন্দা এখন ডায়রিয়া আক্রান্ত। যদিও কাজ করছে মেডিকেল টিম। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ ঘটনায় উদ্বেগ উৎণ্ঠা বিরাজ করছে পাহাড়জুড়ে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, পাহাড়বাসী ছড়া, ঝরনা ও নদীর অস্বাস্থ্যকর পানি পান করার কারণে ডায়রিয়া রোগ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়ন আমতলা গ্রাম। এ গ্রামে প্রায় ৪৫টি পরিবার। এ অঞ্চলের মানুষকে খাবার ও ব্যবহারের পানি সংগ্রহ করতে হয়, পাহাড়ি ছড়া, ঝরনা কিংবা হ্রদ থেকে। কিন্তু শুষ্ক মৌসুমে ছড়া ও ঝরনার পানি শুকিয়ে গেলে তাদের বাধ্য হয়ে সংগ্রহ করতে হয় হ্রদের পানি। আর হ্রদের অস্বাস্থ্যকর পানি পান করে এরই মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন অনেকে। ডায়রিয়াও ছড়িয়ে পড়েছে গ্রামজুড়ে। সম্প্রতি জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের আমতলা গ্রামে আট বছরের শিশু রাঙাবি চাকমা ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে। খবর পেয়ে দ্রুত ওই গ্রামে যায় জেলা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ মেডিকেল দল। আমতলা বাদলহাটছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঙ্গল চাকমা বলেন, সম্প্রতি পাহাড়ে বৃষ্টিপাত শুরু হওয়ার পর ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। শুনেছি এরই মধ্যে ৭০ জনকে মেডিকেল চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা সুস্থ। স্থানীয় কারবারি ও ওয়ার্ড সদস্য রহিনী কুমার চাকমা বলেন, ডায়রিয়ার পাশাপাশি জ্বরও রয়েছে অনেকের। এলাকাবাসী দুঃচিন্তায় রয়েছেন। যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ার কারণে উপজেলায় রোগীদের আনা সম্ভব হচ্ছে না। ডায়রিয়ায় আক্রান্ত শিশু অমর শান্তি চাকমার মা সঞ্জারিকা চাকমা বলেন, ডায়রিয়া আক্রান্ত হওয়ার পর শিশুটা একেবারে দুর্বল হয়ে পড়েছে। এখন কিছুটা ভালো। তবে চিন্তা বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে। তারাও ডায়রিয়ায় আক্রান্ত। পরিবারে তিন সদস্য আক্রান্ত হওয়ায় দেখাশোনা করার লোক একেবারে নেই। মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা বলেন, এ অঞ্চলে খাবার পানির খুবই সমস্যা। দুর্গম গ্রামের মানুষগুলো শুষ্ক মৌসুমে খাবার পানি সংকটে পড়ে। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ার কারণে একেবারে সুবিধাবঞ্চিত গ্রামবাসী। এখন আবার ডায়রিয়ায় দেখা দিয়েছে। সরকারি সহায়তা না পেলে তাদের ভাগ্যের পরির্বতন হবে না। স্বাস্থ্য বিভাগের একটি টিম দ্রুত পর্যাপ্ত ওষুধসহ পাড়াবাসীর পাশে দাঁড়ানো দরকার। রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ডায়রিয়া আগের চেয়ে এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। স্বাস্থ্য বিভাগের একটি দল কাজ করছে জুরাছড়িতে। মৃত্যুর সংখ্যা নেই। আক্রান্তরা আগের চেয়ে সুস্থ আছেন। প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে।
শিরোনাম
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি