সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে এখন পর্যন্ত স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলার গুনভরি বাজারের ব্রহ্মপুত্র নদের বাঁধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্রহ্মপুত্র নদের উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া, কটাদারার ঘাট, আমতলীর ঘাট, বানিয়াপাড়া, রতনপুরের ভাঙনকবলিত এলাকার সহস্রাধিক মানুষ। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে উড়িয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এ এলাকার অনেক মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই ব্রহ্মপুত্র নদের ভাঙনের প্রবণতা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।

সর্বশেষ খবর