বরেন্দ্র অঞ্চল চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আষাঢ়ে নেই বৃষ্টির দেখা। এ অবস্থায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের পানি দিয়েই রোপা আমন আবাদ শুরু করেছেন কৃষকরা। এতে আমন আবাদের খরচ বেড়ে গেছে। অনাবৃষ্টির কারণে শুকনো জমিতে গভীর নলকূপের পানি সেচ লাগছে দ্বিগুণ। এ ছাড়া গত বছর শ্রমিকের মজুরি ছিল ৩০০ টাকা, এ বছর ধান লাগানো শ্রমিকের মজুরি বেড়ে হয়েছে ৫০০। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ বলেন, চলতি রোপা আমন মৌসুমে নাচোলে ২ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল ব্রি-৭৫, ৮০, ৮৭ ও বীনা-১৭ জাতের ধানবীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এবার প্রায় ২৩ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের বাজারমূল্য ভালো থাকায় প্রায় ৫ হাজার হেক্টর আমবাগানেও ধান আবাদ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বর্ষাকালে কৃষকের আবাদ খরচ কম হওয়ার কথা থাকলেও পুরো আষাঢ় মাসে অনাবৃষ্টির কারণে খরচ বেশি হবে বলে মনে করছেন কৃষকরা। অন্যদিকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটররা বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য উঁচু জমি বাদ দিয়ে নিচু জমিতে আমন আবাদের জন্য কৃষকদের সঙ্গে প্রতিদিন বাদানুবাদে জড়িয়ে পড়ছেন। গভীর নলকূপ সূর্যপুর-১ এর অপারেটর গুমানীর বলেন, বিদ্যুৎ সংকট চলমান থাকলে আমন আবাদ সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সেচ ক্যাপাসিটি কমিয়ে আবাদ করার চেষ্টা করছেন তিনি। কিন্তু তার নলকূপের সেচ এলাকার কৃষকরা কথা শুনছেন না। এদিকে পরপর দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রামের কৃষক। বন্যায় আমন বীজতলাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। পানি নেমে গেলেও কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা এখন কঠিন হয়ে পড়েছে। জেলাজুড়ে চলছে খরা। ১৫-২০ দিন ধরে এ অঞ্চলে নেই বৃষ্টি। খাল-বিল ডোবা-নালা দিঘি শুকিয়ে গেছে। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। বাধ্য হয়ে ৯ উপজেলার অধিকাংশ কৃষক জমিতে সেচ ও শ্যালো মেশিন দিয়ে পানি তুলে আমন চারা লাগাতে শুরু করেছেন। বৃষ্টি না হলে কিভাবে বন্যার ক্ষতি পুষিয়ে আমন চাষে লাভবান হবেন এ নিয়ে চিন্তিত তারা। এছাড়া প্রচ- গরমে জনজীবনও অতিষ্ঠ। প্রতিদিন কুড়িগ্রামে তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রিতে ওঠানামা করছে। সামনে তাপমাত্রা আরও বাড়ার আবাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীব-বৈচিত্র্যের উপর। ফুলবাড়ী উপজেলার কিশামত শিমুলবাড়ীর কৃষক খলিলুর রহমান জানান, ১৮-২০ দিন ধরে আমাদের এখানে বৃষ্টি নেই। প্রখর রোদে জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। আমনের বীজতলাও বড় হয়ে গেছে। বৃষ্টির অপেক্ষায় না থেকে সেচ দিয়ে রোপণ শুরু করেছি। একই উপজেলার তোফাজ্জল হোসেন বাচ্চু জানান, মাঝেমধ্যে আকাশে কাল মেঘ দেখা গেলেও বৃষ্টির নাম-গন্ধ নেই। তিনি বলেন, বৃষ্টি না হলে এবারে আমন চাষে উৎপাদন খরচ দ্বিগুণ পড়বে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবদুর রশীদ বলেন, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ১৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃষ্টি না থাকায় সেচ ও শ্যালো মেশিন দিয়ে চাষিরা আমন লাগাতে শুরু করেছেন।
শিরোনাম
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
বৃষ্টি নেই, সেচের পানিতে চলছে আমন আবাদ
বাড়ছে খরচ, বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে চিন্তিত কৃষক
চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর