বরেন্দ্র অঞ্চল চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আষাঢ়ে নেই বৃষ্টির দেখা। এ অবস্থায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের পানি দিয়েই রোপা আমন আবাদ শুরু করেছেন কৃষকরা। এতে আমন আবাদের খরচ বেড়ে গেছে। অনাবৃষ্টির কারণে শুকনো জমিতে গভীর নলকূপের পানি সেচ লাগছে দ্বিগুণ। এ ছাড়া গত বছর শ্রমিকের মজুরি ছিল ৩০০ টাকা, এ বছর ধান লাগানো শ্রমিকের মজুরি বেড়ে হয়েছে ৫০০। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ বলেন, চলতি রোপা আমন মৌসুমে নাচোলে ২ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল ব্রি-৭৫, ৮০, ৮৭ ও বীনা-১৭ জাতের ধানবীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এবার প্রায় ২৩ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের বাজারমূল্য ভালো থাকায় প্রায় ৫ হাজার হেক্টর আমবাগানেও ধান আবাদ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বর্ষাকালে কৃষকের আবাদ খরচ কম হওয়ার কথা থাকলেও পুরো আষাঢ় মাসে অনাবৃষ্টির কারণে খরচ বেশি হবে বলে মনে করছেন কৃষকরা। অন্যদিকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটররা বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য উঁচু জমি বাদ দিয়ে নিচু জমিতে আমন আবাদের জন্য কৃষকদের সঙ্গে প্রতিদিন বাদানুবাদে জড়িয়ে পড়ছেন। গভীর নলকূপ সূর্যপুর-১ এর অপারেটর গুমানীর বলেন, বিদ্যুৎ সংকট চলমান থাকলে আমন আবাদ সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সেচ ক্যাপাসিটি কমিয়ে আবাদ করার চেষ্টা করছেন তিনি। কিন্তু তার নলকূপের সেচ এলাকার কৃষকরা কথা শুনছেন না। এদিকে পরপর দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রামের কৃষক। বন্যায় আমন বীজতলাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। পানি নেমে গেলেও কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা এখন কঠিন হয়ে পড়েছে। জেলাজুড়ে চলছে খরা। ১৫-২০ দিন ধরে এ অঞ্চলে নেই বৃষ্টি। খাল-বিল ডোবা-নালা দিঘি শুকিয়ে গেছে। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। বাধ্য হয়ে ৯ উপজেলার অধিকাংশ কৃষক জমিতে সেচ ও শ্যালো মেশিন দিয়ে পানি তুলে আমন চারা লাগাতে শুরু করেছেন। বৃষ্টি না হলে কিভাবে বন্যার ক্ষতি পুষিয়ে আমন চাষে লাভবান হবেন এ নিয়ে চিন্তিত তারা। এছাড়া প্রচ- গরমে জনজীবনও অতিষ্ঠ। প্রতিদিন কুড়িগ্রামে তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রিতে ওঠানামা করছে। সামনে তাপমাত্রা আরও বাড়ার আবাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীব-বৈচিত্র্যের উপর। ফুলবাড়ী উপজেলার কিশামত শিমুলবাড়ীর কৃষক খলিলুর রহমান জানান, ১৮-২০ দিন ধরে আমাদের এখানে বৃষ্টি নেই। প্রখর রোদে জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। আমনের বীজতলাও বড় হয়ে গেছে। বৃষ্টির অপেক্ষায় না থেকে সেচ দিয়ে রোপণ শুরু করেছি। একই উপজেলার তোফাজ্জল হোসেন বাচ্চু জানান, মাঝেমধ্যে আকাশে কাল মেঘ দেখা গেলেও বৃষ্টির নাম-গন্ধ নেই। তিনি বলেন, বৃষ্টি না হলে এবারে আমন চাষে উৎপাদন খরচ দ্বিগুণ পড়বে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবদুর রশীদ বলেন, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ১৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃষ্টি না থাকায় সেচ ও শ্যালো মেশিন দিয়ে চাষিরা আমন লাগাতে শুরু করেছেন।
শিরোনাম
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
বৃষ্টি নেই, সেচের পানিতে চলছে আমন আবাদ
বাড়ছে খরচ, বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে চিন্তিত কৃষক
চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর