শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া হারোপাড়া মহল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের নায়েব আহাদ আলী, থানার এসআই আবু তাহের ও পৌর ভূমি অফিসের নায়েব ইকবাল হোসেন। উচ্ছেদ অভিযান দেখতে উৎসুক জনতাকে ভিড় করতে দেখা যায়। উচ্ছেদকৃত ভবনটির মালিক রঞ্জু মোল্লা। তিনি ভাঙ্গুড়া পৌরসভার হারোপাড়া মহল্লার বাসিন্দা।

জানা যায়, ভাঙ্গুড়া পৌরসভাধীন বড়াল নদীর দুই পাড়ে অনেকেই অবৈধ কাঁচা ও পাকা বহুতল স্থাপনা নির্মাণ করেছেন।

এগুলো কেউ ব্যবসা প্রতিষ্ঠান, কেউ আবার বাসাবাড়ি হিসেবে ব্যবহার করছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন বলেন, রঞ্জু মোল্লা বড়াল নদী দখল করে একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। জরিপ করে দেখা যায় জায়গাটি বড়াল নদীর। এ জন্য উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, নদী দখল করে তার ওপর ভবন নির্মাণ সম্পূর্ণ অবৈধ। এ ভবনটি নির্মাণের সময় রঞ্জু মোল্লাকে নোটিসের মাধ্যমে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা শোনেননি। ফলে প্রথমেই এটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর