বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। গাজীপুর সিটি করপোরেশনের যোগীতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে তিনটি রামদা ও রডসহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। বুধবার জিএমপির বাসন থানার ওসি মালেক খসরু খান এ তথ্য জানিয়েছেন। তারা হলো- রাজিব (২৩), সুজন (২২), রাজু ওরফে পিনিক রাজু (২০), মাহফুজ (২১) ও সায়েম রহমান (১৯)। তারা সবাই গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, বুধবার ভোর রাতে বাসন থানাধীন যোগীতলা এলাকার বাংলা লিংক টাওয়ারের সামনের সড়কে ডাকাতির প্রস্তুতি নিয়ে ওতপেতে থাকে একদল ডাকাত।

এ গোপন সংবাদ পেয়ে বাসন থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে তিনটি রামদা, লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতরা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর