বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

সার, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, সব কর্মক্ষম মানুষের চাকরি নিশ্চিত করা ও শ্রমজীবী-নিম্নআয়ের মানুষদের জন্য সারা বছর আর্মিরেটে রেশন সরবরাহের দাবিতে গতকাল গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচি পালন করে। পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংগঠক জাহিদুল হক, আশরাফুল আলম আকাশ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা আহ্বায়ক শামিম আরা মিনা প্রমুখ। বক্তারা বলেন, সরকার অযৌক্তিকভাবে ইউরিয়া সার, ডিজেলসহ সব জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে। নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু মানুষের আয় বাড়েনি, শ্রমিক-কর্মচারীদের বেতন বাড়েনি, ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর