সৈয়দপুরে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের সোলার পাতকুয়ার পানি ভাগ্য বদল করে দিয়েছে দুই শতাধিক কৃষকের। এসব কৃষক সোলার বিদ্যুৎ ব্যবহার করে পাতকুয়ার মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে সারা বছর ফসল ফলাচ্ছেন। পাঁচ বছর আগেও যেসব জমি পতিত থাকত সেসব জমিতে এখন ফুলকপি, আলু, টমেটো, সিম ও মরিচ চাষ হচ্ছে। বদলে গেছে কৃষকদের আর্থিক অবস্থা। ছনের বাড়ি আধাপাকা হয়েছে। খেতমজুরদের কাজ মিলছে সারা বছর। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়দহ গ্রামের কৃষক আতিয়ার, কেশবচন্দ্র, সুবোল চন্দ্র ও দেবেন রায়া জানান, এই গ্রামের বেলে-দোঁআশ মাটিতে আগে তেমন ফসল ফলত না। সমতল ভূমি হলেও উঁচু হওয়ায় কোনো সময়েই জমিতে পানি আটকানো যায়নি। পানির অভাবে ফসল ফলানো দূরূহ ছিল। বর্তমান সরকারের আমলে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বদৌলতে গ্রামের চারটি স্থানে চারটি সোলার পাতকুয়া খনন করা হয়। সৌর বিদ্যুতের মাধ্যমে ১২৮ ফুট নিচ থেকে তোলা হচ্ছে পানি। এ সব কুয়া নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। কৃষকের সুবিধামতো স্থানে তৈরি করা পাতকুয়া থেকে পর্যাপ্ত পানি সরবরাহের ফলে সারা বছর চাষাবাদ করা যাচ্ছে। শীতকালে চাষ হচ্ছে ফুলকপি, আলু, সিম, টমেটো। এসব ফসল তোলা শেষ হলে একই জমিতে মরিচ ও ভুট্টার আবাদ করা হবে। তাদের তথ্যমতে, চলতি মৌসুমে প্রায় ২০০ একর জমিতে ফুলকপি চাষ করা হয়েছে। পানির নিশ্চয়তা থাকায় ফলনও হবে ভালো। দাম মিলবে আশানুরূপ। উৎপাদন খরচও অনেক কম। এখন চাষিদের নেই তেমন আর্থিক অনটন। এলাকার কৃষি পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় বসতবাড়ির চেহারাও পাল্টে গেছে। ছেলে-মেয়েরাও শিক্ষামুখী হয়েছে। বোতলাগাড়ী ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, তার ওয়ার্ডের প্রায় ৯০ ভাগ মানুষ প্রান্তিক চাষি। ফসলি জমি বেলে-দোঁআশ আর উঁচু হওয়ায় আগে পানির অভাবে তেমন চাষাবাদ করা সম্ভব হতো না। বছরে অধিকাংশ সময় জমি গোচারণভূমি হয়ে থাকত। গ্রামের কৃষক পরিবারগুলো আর্থিক সংকটে দিন কাটাত। এখন সৌর বিদ্যুৎ ব্যবস্থা থাকায় সোলার পাতকুয়া থেকে পানি উত্তোলন করে সুবিধামতো চাষিরা পানি ব্যবহার করে ফসল উৎপাদন করছেন। জমি পতিত না থাকায় মানুষের স্বচ্ছলতা এসেছে। তিনি আরও জানান, এখানে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যায়। সরকারের সহায়তায় পানির সরবরাহ থাকায় কৃষকদের ব্যয় বলতে নেই। প্রতিবিঘা জমিতে পানি সরবরাহ পেতে খরচ হয় মাত্র ৫০ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, এবার প্রায় ৫০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ হয়েছে। সরকারের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।
শিরোনাম
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
সোলার পাতকুয়ায় ভাগ্য ফিরেছে কৃষকের
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর