সৈয়দপুরে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের সোলার পাতকুয়ার পানি ভাগ্য বদল করে দিয়েছে দুই শতাধিক কৃষকের। এসব কৃষক সোলার বিদ্যুৎ ব্যবহার করে পাতকুয়ার মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে সারা বছর ফসল ফলাচ্ছেন। পাঁচ বছর আগেও যেসব জমি পতিত থাকত সেসব জমিতে এখন ফুলকপি, আলু, টমেটো, সিম ও মরিচ চাষ হচ্ছে। বদলে গেছে কৃষকদের আর্থিক অবস্থা। ছনের বাড়ি আধাপাকা হয়েছে। খেতমজুরদের কাজ মিলছে সারা বছর। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়দহ গ্রামের কৃষক আতিয়ার, কেশবচন্দ্র, সুবোল চন্দ্র ও দেবেন রায়া জানান, এই গ্রামের বেলে-দোঁআশ মাটিতে আগে তেমন ফসল ফলত না। সমতল ভূমি হলেও উঁচু হওয়ায় কোনো সময়েই জমিতে পানি আটকানো যায়নি। পানির অভাবে ফসল ফলানো দূরূহ ছিল। বর্তমান সরকারের আমলে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বদৌলতে গ্রামের চারটি স্থানে চারটি সোলার পাতকুয়া খনন করা হয়। সৌর বিদ্যুতের মাধ্যমে ১২৮ ফুট নিচ থেকে তোলা হচ্ছে পানি। এ সব কুয়া নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। কৃষকের সুবিধামতো স্থানে তৈরি করা পাতকুয়া থেকে পর্যাপ্ত পানি সরবরাহের ফলে সারা বছর চাষাবাদ করা যাচ্ছে। শীতকালে চাষ হচ্ছে ফুলকপি, আলু, সিম, টমেটো। এসব ফসল তোলা শেষ হলে একই জমিতে মরিচ ও ভুট্টার আবাদ করা হবে। তাদের তথ্যমতে, চলতি মৌসুমে প্রায় ২০০ একর জমিতে ফুলকপি চাষ করা হয়েছে। পানির নিশ্চয়তা থাকায় ফলনও হবে ভালো। দাম মিলবে আশানুরূপ। উৎপাদন খরচও অনেক কম। এখন চাষিদের নেই তেমন আর্থিক অনটন। এলাকার কৃষি পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় বসতবাড়ির চেহারাও পাল্টে গেছে। ছেলে-মেয়েরাও শিক্ষামুখী হয়েছে। বোতলাগাড়ী ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, তার ওয়ার্ডের প্রায় ৯০ ভাগ মানুষ প্রান্তিক চাষি। ফসলি জমি বেলে-দোঁআশ আর উঁচু হওয়ায় আগে পানির অভাবে তেমন চাষাবাদ করা সম্ভব হতো না। বছরে অধিকাংশ সময় জমি গোচারণভূমি হয়ে থাকত। গ্রামের কৃষক পরিবারগুলো আর্থিক সংকটে দিন কাটাত। এখন সৌর বিদ্যুৎ ব্যবস্থা থাকায় সোলার পাতকুয়া থেকে পানি উত্তোলন করে সুবিধামতো চাষিরা পানি ব্যবহার করে ফসল উৎপাদন করছেন। জমি পতিত না থাকায় মানুষের স্বচ্ছলতা এসেছে। তিনি আরও জানান, এখানে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যায়। সরকারের সহায়তায় পানির সরবরাহ থাকায় কৃষকদের ব্যয় বলতে নেই। প্রতিবিঘা জমিতে পানি সরবরাহ পেতে খরচ হয় মাত্র ৫০ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, এবার প্রায় ৫০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ হয়েছে। সরকারের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।
শিরোনাম
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
সোলার পাতকুয়ায় ভাগ্য ফিরেছে কৃষকের
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর