কলাপাড়ায় ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ৪৬ কেজিতে মণ ধরে ধান কিনছেন। প্রতি মণে ছয় কেজি করে ঠকছেন তারা। ৪০ কেজিতেই মণ ধরতে হবে, তাদের এ দাবি আদায়ে গতকাল পাখিমারা বাজারে সমাবেশ ও মানববন্ধন করেছেন। বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাসির তালুকদার, খান মতিউর রহমান প্রমুখ।