সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

হাতির আক্রমণে এক মাসে দুই কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

এক মাসের ব্যবধানে নেত্রকোনার সীমান্তে দুই উপজেলায় বন্যহাতির আক্রমণে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও দুর্গাপুরের বিজয়পুর সীমান্তের পশ্চিম বিজয়পুর গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি বিধ্বস্তসহ ফসল হানি হওয়ায় আতঙ্কে সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, গত সপ্তাহখানেক ধরে নেত্রকোনার পাহাড়ি সীমান্ত দুর্গাপুরের বিজয়পুরে চলছে হাতির তাণ্ডব। গত ৮ ডিসেম্বর বনেশ রিচিল নামের এক কৃষকের মৃত্যুর পর চরম আতঙ্কে দিন কাটছে সীমান্তে বসবাসকারী আদিবাসীসহ বাঙালি শতাধিক পরিবারের। অন্যদিকে গত ১৫ নভেম্বর কলমাকান্দা উপজেলার পাঁচগাও সীমান্ত রংছাতি ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম মারা যান। দুর্গাপুরের পুলিশ জানায়, হাতিকে আগুন ধরিয়ে তাড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত এক সপ্তাহ ধরে রাতের বেলায় বাড়িঘরে এসে হামলা চালাচ্ছে হাতির দল।

ভেঙে ফেলেছে বেশ কয়েকটি আদিবাসী বাড়িঘর। নষ্ট করে ফেলেছে ঘরে তোলা নতুন ধান। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকেই। এমতাবস্থায় সরকারিভাবে পর্যাপ্ত সহযোগিতার দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তারা জানান, ধানের মৌসুম এলেই সীমান্তে বাড়ে বন্যহাতির তা ব। প্রতিদিন সন্ধ্যা হলেই দলবেঁধে নেত্রকোনার দুর্গাপুরের সীমান্ত ঘেঁষা কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর সীমান্ত, প্রেম বাজার, আদাপাড়াসহ বিভিন্ন গ্রামে নেমে আসছে বন্যহাতির পাল। পাকা ধানসহ খেয়ে ফেলছে সবজি খেত। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় হাতিগুলো বাংলাদেশের সীমান্তে প্রবেশ করলে স্থানীয়রা আগুন জ্বালিয়ে খেদানোর (তাড়ানোর) চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাতি আক্রমণ চালালে বনেশ রিচিল নামের এক বৃদ্ধ কৃষক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ পাঠায় চিকিৎসক। কিন্তু পরদিন ৮ ডিসেম্বর সকালে মৃত্যু হয় আহত কৃষকের। ওইদিন রাত থেকেই হাতির দল এসে আগুন দেওয়া কৃষকদের ঘরবাড়ি বিধ্বস্ত করে নষ্ট করছে অসংখ্য জমির পাকা ধান ও সবজি খেত। সারা বছরের খোরাকিও তাদের নষ্ট করেছে বলে অভিযোগ করছেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, স্থানীয়দের সচেতনতা বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি  ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। তাৎক্ষণিকভাবে ইউএনও গিয়ে মৃতের পরিবারকে নগদ অর্থ সহায়তা করেছেন। তিনি আরও জানান, খাবার সংকটে এরা লোকালয়ে চলে আসছে এ বিষয়ে বন বিভাগকেও কার্যকরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর