শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মহারাজা স্কুল মাইন ট্র্যাজেডি দিবস আজ

এই দিনে বিস্ফোরণে শহীদ হন অসংখ্য বীর মুক্তিযোদ্ধা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের মহারাজা স্কুল মাইন ট্র্যাজেডি দিবস আজ। ১৯৭২ সালের এ দিনে আকস্মিক মাইন বিস্ফোরণে শহীদ হন মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে আনা শত শত মুক্তিযোদ্ধা। বেদনাবিধুর দিবসটি পালনে ‘৬ জানুয়ারি স্মৃতি পরিষদ’সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে চেহেলগাজী মাজারে শহীদদের গণকবর ও মহারাজা স্কুল প্রাঙ্গণে শহীদদের নামফলকে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু বলেন, ১৯৭২ সালের ৬ জানুয়ারি বিকালে ঘোড়াঘাট থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ বোঝাই দুটি ট্র্রাক আসে। শুরু হয় ট্রাক থেকে অস্ত্র ও গোলাবারুদ খালাসের কাজ। বিকাল সোয়া ৫টার দিকে প্রথম ট্রাকের অস্ত্র নামানোর কাজ শেষ হয়। দ্বিতীয় ট্রাকটির অস্ত্র নামানোর সময় একজনের হাত থেকে অসাবধানতাবশত কয়েকটি পারসোনাল মাইন মাটিতে পড়ে গেলে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে বাঙ্কারে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ১৫-২৫ ফুট গভীর বাঙ্কারের আশপাশের ফাঁকা জায়গা পুকুরে পরিণত হয়। দুর্ঘটনাস্থলের সময় অদূরে টিনের ছাপড়ার মসজিদে মাগরিবের নামাজ আদায়কারী সব মুসল্লি ও ১৫০ গজ দূরে মহারাজা স্কুলের ১৩টি কক্ষে অবস্থানরত অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা এ ঘটনায় মারা যান।

সর্বশেষ খবর