শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পার্কিংয়ে বেহাল সড়ক-ফুটপাত

নীলফামারী প্রতিনিধি

পার্কিংয়ে বেহাল সড়ক-ফুটপাত

অটোরিকশার দখলে নীলফামারী পৌর শহরের একটি সড়ক -বাংলাদেশ প্রতিদিন

নীলফামারী পৌর শহরের প্রধান সড়ক-ফুটপাত চলে গেছে অটোরিকশা, ভ্যান, ভটভটি, নসিমন, করিমন, পাগলু, রিকশা, ট্রলি, যাত্রীবাহী বাস ও ট্রাকের দখলে। ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠেছে দোকানপাট। এতে যানজট লেগেই থাকে। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। নীলফামারী উন্নয়ন কমিটির সভাপতি আবু মুসা মাহামুদুল হক বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাইপাস সড়কটি পড়ে আছে। ভারী যানবাহন বাইপাস সড়ক ব্যবহার না করে শহরের ভিতর দিয়ে চলছে। দ্রুত ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার দৌরাত্ম্য থামানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পৌর কর্তৃপক্ষ সড়কের কোল ঘেঁষে বসা ঝুঁপড়ি দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করলেও পরবর্তীতে তা বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর