বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সমঝোতা বৈঠকের পরদিনই সংঘর্ষ ভাঙচুর, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে সমঝোতা বৈঠকের পরদিনই দুই পক্ষে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন-ভবানীপুর ইউনিয়নের গোমরতা গ্রামের উজ্জল সিং ও তার ভাই সুর্জয় সিং। গতকাল সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের গ্রামের মসজিদের মাইকে প্রচার চালিয়ে হাজারো মানুষ জড়ো করা হয়। পাশাপাশি আদিবাসী পল্লীর কয়েকশ নারী-পুরুষ আত্মরক্ষায় অবস্থান নেন। খবর পেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের শান্ত করেন। ফের সংঘর্ষ এড়াতে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানা যায়, দীর্ঘদিন ধরে ভবানীপুর ইউনিয়নের আম্বইল মৌজায় শতবিঘা জমির মালিকানা নিয়ে স্থানীয় চার গ্রামবাসীর সঙ্গে আদিবাসীদের বিরোধ চলছে। ওইসব জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সর্বশেষ খবর