সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিঅ্যান্ডএফ এজেন্ট ও ভারতীয় ট্রাক মালিকদের দ্বন্দ্ব

হিলি প্রতিনিধি

ভারতের অভ্যন্তরে ট্রাক মালিক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি ধীরগতিতে চলছে। গতকাল বেলা ১১টায় বন্দর দিয়ে ভারত থেকে প্রথম পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। এরপর থেকে আড়াই ঘণ্টা বন্দর দিয়ে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ছিল। দুপুর দেড়টা পর্যন্ত বন্ধের পর আবারও বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হলেও আমদানি খুবই ধীরগতিতে চলছে। বিকাল পৌনে ৩টা পর্যন্ত মাত্র ৭ ট্রাক পণ্য আমদানি হয়েছে। বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুল আজিজ বলেন, ভারতের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সেদেশের সিঅ্যান্ডএফ এজেন্টের নিকট রফতানিকৃত পণ্যবোঝাই ট্রাকপ্রতি বাড়তি একটা টাকা আদায় করতো। কিন্তু বর্তমানে আমদানি রফতানি ব্যবসার মন্দা ভাব থাকায় সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে সেই টাকা কমানোর কথা বলেছেন।

কিন্তু ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন তারা সেই টাকা কমাবেন না। এটি নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরেই জটিলতা তৈরি হয়েছে গতকাল বিকাল থেকে তা চরম পর্যায়ে পৌঁছেছে। আমাদের পক্ষ থেকে তাদের তাগাদা দিয়েছি যাতে তারা নিয়মিতভাবে পণ্য রফতানি করে। কিন্তু তারা এখন পর্যন্ত নিয়মিতভাবে পণ্য রফতানি করছে না। এক ট্রাক রফতানি করছে তো আবার আধাঘণ্টা বা একঘণ্টা নেই এভাবে পণ্য রফতানি করছে। তবে যেসব ট্রাক ঢুকছে এগুলোও বাইরে থেকে যেসব পণ্যবাহী ট্রাক আসেছে শুধু সেগুলোই তারা দিচ্ছে। আজ দুপুরে এ নিয়ে তাদের দুই পক্ষের সঙ্গে বৈঠক বসেছিল এটি শেষ হয়েছে কিনা বা কি সিদ্ধান্ত হয়েছে এখনো জানা যায়নি। তবে তাদের এই জটিলতা কেটে গেলে বন্দর দিয়ে আমদানি রফতানি স্বাভাবিকভাবে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গতকাল ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের সংখ্যা খুবই কম। বিকাল পৌনে ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ৭ ট্রাক পণ্য আমদানি হয়েছে। গতকাল বন্দর দিয়ে ১০৫ ট্রাক পণ্য আমদানি হয়েছিল আজ যেভাবে পণ্য আমদানি হচ্ছে তাতে করে সেই পরিমাণ পণ্য আমদানি হওয়া সম্ভব নয়।

সর্বশেষ খবর