জয়পুরহাটের ক্ষেতলালে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মিলন মন্ডল নামে এক যুবক নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম। মিলন উপজেলার ইকরগাড়া গ্রামের মৃত ছাত্তার মন্ডলের ছেলে।
ওসি জানান, সোমবার সকালে ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মিলনকে প্রতিপক্ষরা লাঠি দিয়ে বেধরক মারধর করে। এ সময় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থা গতকাল তিনি মারা যান। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। পাশাপাশি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।