ভিক্ষুক পুনর্বাসনে সহায়ক কর্ম উপকরণ বিতরণ করা হয়েছে নাটোরে। কালেক্টরেট ভবন চত্বরে গতকাল সুবিধাভোগীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
শহর সমাজ সেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় পৌনে ২ লাখ টাকা মূল্যমানের গ্যাস সিলিন্ডার ও চুলাসহ চা দোকান ও ডিম ব্যবসা এবং হাঁস-মুরগি পালনের উপকরণ নয়জন মহিলাসহ ১১ জনের মধ্যে বিতরণ করা হয়।