রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৩৮ অবৈধ ভাটায় পুড়ছে ইট

নেয়ামত হোসেন, চাঁদপুর

৩৮ অবৈধ ভাটায় পুড়ছে ইট

চাঁদপুরে অবৈধভাবে চলছে ৩৮টি ইটভাটার কার্যক্রম। এসব ভাটা একদিকে করছে বায়ুদূষণ, অন্যদিকে নষ্ট করছে জমির ফসল ও উর্বরাশক্তি। জানা যায়, জেলায় মোট ৯০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৫০টিতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। ৩৮টি চলছে কোনো ছাড়পত্র ছাড়াই। বাকি দুটি ইটভাটর কার্যক্রম ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (২০১৩) অনুযায়ী, আবাসিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে স্থাপিত ইটভাটা অবৈধ হিসেবে গণ্য হবে। স্থানীয় কৃষক আক্কাছ ও নুরু গাজী জানান, ইটভাটার কারণে আমাদের ফসল উৎপাদন কয়েক গুণ কমেছে। গ্রামের মাঝখানে ইটভাটা করার কোনো যৌক্তিকতা নেই। ভাটার ধোঁয়া-ছাইয়ের কারণে জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমের মুকুল ঝরে পড়ছে ও নারিকেল গাছ মরে যাচ্ছে। আমাদের জমির পাশের কয়েকজন গর্ত করে মাটি ইটভাটায় বিক্রি করায় আমাদের জমিগুলো ভেঙে পড়েছে। স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও লাভ হয়নি। পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সাইদুর রহমান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তিন ধরনের অভিযান পরিচালনা করা হয়ে থাকে। জেলা প্রশাসনের সহায়তায়, পরিবেশ অধিদফতর ঢাকার নিজস্ব ম্যাজিস্ট্রেট দিয়ে এবং চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার মাধ্যমে। জেলা কার্যালয় থেকে অবৈধ ইটভাটার তালিকা বিভাগীয় কার্যালয়ে পাঠানো সাপেক্ষে অভিযান পরিচালনা করা হয়ে থাকে। সেই মোতাবেক আমরা তালিকা পাঠিয়েছি। চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কয়েকটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়েছে। অবৈধ ভাটার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর