বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সেতু এখন মরণফাঁদ

দিনাজপুর প্রতিনিধি

সেতু এখন মরণফাঁদ

দলারদরগা-নবাবগঞ্জ ব্যস্ততম সড়কে দেওগাঁ নামক স্থানে মরণফাঁদে পরিণত হয়েছে একটি সেতু। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ওই সড়কের শালখুরিয়া গ্রামে এ সেতুটি। এলজিইডির আওতায় নবাবগঞ্জ-দলারদরগা সড়কটি নবাবগঞ্জের দক্ষিণাঞ্চলের মানুষের উপজেলা সদরে যোগাযোগের একমাত্র পথ। রাতে চলাচলে বেশি ঝুঁকিপূর্ণ। গত রবিবার একটি ভারী যানবাহন পারাপারের সময় সেতুটির একাংশ ভেঙে যায় বলে স্থানীয়রা জানান। মতিউর রহমানসহ স্থানীয়রা আরও জানান, নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ জনপদের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র ওই সড়কে প্রতিদিন শত শত নানা ধরনের যানবাহন চলাচল করে। ওই যানবাহনগুলো সেতু পার হয় ঝুঁকি নিয়ে। রাতে চলাচলে আরও ঝুঁকি। সেতুটির বেশির ভাগ অংশ ভেঙে গেছে। যে অংশ একটু ভালো আছে, সেদিকে আবার রেলিং ভেঙে গেছে। সেতুর পাশে রয়েছে পানিভর্তি খাল। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। ফাটল ধরেছে পুরো  সেতুতে। ভেঙে পড়লে ওই পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বাড়বে জনদুর্ভোগও। স্থানীয়রা জানান, এলজিইডির আওতায় ওই সড়কটির ওপর দিয়ে বেপরোয়াভাবে ইট, বালু, খোয়া ও ধানভর্তি ভারী যান চলাচলের কারণে শুধু সেতুটি নয়, সড়কটিও ক্ষতিসাধন হয়েছে। সড়কটির কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। দেবে গেছে অনেক জায়গায়। কোথাও সড়কে ধার ভেঙে পুকুরে মিলেছে। বিষয়টি নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর