শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ফুলবাড়িতে ঐতিহ্যের দোল উৎসব

কুড়িগ্রাম প্রতিনিধি

ফুলবাড়িতে ঐতিহ্যের দোল উৎসব

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩০০ বছরের ঐতিহ্যবাহী দোল উৎসব হয়েছে। মঙ্গলবার ঘর পূজা শেষে বুধবার বেলা ১১টা থেকে শুরু করে গতকাল বিকাল পর্যন্ত মেলা চলে। উপজেলার নাওডাঙ্গার জমিদার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলা হাজারও দর্শনার্থীর ঢলে মুখরিত হয়। প্রতিদিন ক্রেতা ও দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৫-৪০টি দোল সওয়ারিরা বাহারি সাজে সজ্জিত হয়ে দোল মূর্তি নিয়ে নাওডাঙ্গা জমিদার বাড়ির দোলের মেলায় অংশ নেয়। মঙ্গলবার ঘর পূজা শেষে ভক্তরা প্রতিটি মন্দিরে মন্দিরে গিয়ে দোল মূর্তি ও ভগবান শ্রী কৃষ্ণের চরণে পূজা অর্চনা ও অঞ্জলি দিয়ে শয়ন ভগবানের কাছে ভক্তরা ধাবিত হন। বুধবার সকালে পূজা অর্চনা করে রাত দেড়টা পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে উৎসবে মেতে ওঠেন তারা। গতকাল দুপুরে বিভিন্ন এলাকা থেকে দোল সওয়ারিরা বাহারি সাজে সজ্জিত হয়ে দোল মূর্তি সিংহাসনে নিয়ে আসাসহ উৎসবমুখর পরিবেশে মেলার সমাপ্তি ঘটে।

নাওডাঙ্গা জমিদার বাড়ির সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায় জানান, দোল আমাদের ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবছর দোল উৎসবে নাওডাঙ্গা জমিদার বাহাদুর শ্রীযুক্ত বাবু প্রমদা রঞ্জন বকসীর বাড়ির উঠানে মেলা হয়।

সর্বশেষ খবর