এবার আগুনে পুড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক একর বন। শনিবার রাতে লাউয়াছড়া বন বিটের বাঘমারা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বনের প্রায় এক একর জায়গার বিভিন্ন গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমিটরি লেকের উত্তর-পশ্চিম ও হিড বাংলাদেশের পশ্চিমে আগুনের সূত্রপাত হয়। পরে বনের এক একর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও বনকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রেঞ্চ কর্মকর্তা শহীদুল ইসলাম গতকাল কমলগঞ্জ থানায় একটি জিডি করেছেন। বাঘমারা ক্যাম্পের দায়িত্বরত লাউয়াছড়ার বিট কর্মকর্তা আনিছুজ্জামান মুঠোফোনে বলেন, ‘আমি ছুটিতে আছি। আগুন লাগার ঘটনা জেনেছি। ধারণা করছি দুর্বৃত্বরা বনে আগুন লাগাতে পারে। এ ছাড়া কেউ সিগারেট খেয়ে বনে ফেলে দিলে তা থেকেও আগুন লাগতে পারে।’ স্থানীয় বন কর্মীরা বলেন, বনে কীভাবে আগুন লেগেছে তারা কিছুই জানেন না। রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা নেভাতে যান। লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বনে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবেও আগুন লাগাতে পারে অথবা সিগারেটের আগুন থেকেও আগুন লাগতে পারে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে সেখানে যাই। আগুনে বড় কোনো গাছ পুড়েনি, তবে যে লতাগুল্ম পুড়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ।’ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সম্প্রতি বনের বেঁতশ কাটার জন্য কিছু দুষ্কৃতকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। হয়তো তারা বনে বিচ্ছিন্নভাবে আগুন লাগিয়েছে। জানা যায়, লাউয়াছড়ার জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে আগুনে লাউয়াছড়া বনের প্রায় তিন একর জায়গা পুড়ে যায়। আগুন বনে ছড়িয়ে পড়ায় বনের বাসিন্দা বন্য প্রাণীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন বড় বড় গাছে থাকা বানর, হনুমান ও কাঠবিড়ালি প্রাণ বাঁচাতে চেঁচামেচি শুরু করে। এ ছাড়া নিরীহ প্রাণী নামে পরিচিত হরিণ প্রাণ ভয়ে গহীন বনে চলে যায়। ফলে গতকাল সকালে লাউয়াছড়া বনের প্রবেশমুখে প্রাণীদের উপস্থিতি দেখা যায়নি।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
লাউয়াছড়া বনে আগুন আতঙ্কে বন্যপ্রাণী
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর