এবার আগুনে পুড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক একর বন। শনিবার রাতে লাউয়াছড়া বন বিটের বাঘমারা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বনের প্রায় এক একর জায়গার বিভিন্ন গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমিটরি লেকের উত্তর-পশ্চিম ও হিড বাংলাদেশের পশ্চিমে আগুনের সূত্রপাত হয়। পরে বনের এক একর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও বনকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রেঞ্চ কর্মকর্তা শহীদুল ইসলাম গতকাল কমলগঞ্জ থানায় একটি জিডি করেছেন। বাঘমারা ক্যাম্পের দায়িত্বরত লাউয়াছড়ার বিট কর্মকর্তা আনিছুজ্জামান মুঠোফোনে বলেন, ‘আমি ছুটিতে আছি। আগুন লাগার ঘটনা জেনেছি। ধারণা করছি দুর্বৃত্বরা বনে আগুন লাগাতে পারে। এ ছাড়া কেউ সিগারেট খেয়ে বনে ফেলে দিলে তা থেকেও আগুন লাগতে পারে।’ স্থানীয় বন কর্মীরা বলেন, বনে কীভাবে আগুন লেগেছে তারা কিছুই জানেন না। রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা নেভাতে যান। লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বনে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবেও আগুন লাগাতে পারে অথবা সিগারেটের আগুন থেকেও আগুন লাগতে পারে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে সেখানে যাই। আগুনে বড় কোনো গাছ পুড়েনি, তবে যে লতাগুল্ম পুড়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ।’ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সম্প্রতি বনের বেঁতশ কাটার জন্য কিছু দুষ্কৃতকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। হয়তো তারা বনে বিচ্ছিন্নভাবে আগুন লাগিয়েছে। জানা যায়, লাউয়াছড়ার জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে আগুনে লাউয়াছড়া বনের প্রায় তিন একর জায়গা পুড়ে যায়। আগুন বনে ছড়িয়ে পড়ায় বনের বাসিন্দা বন্য প্রাণীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন বড় বড় গাছে থাকা বানর, হনুমান ও কাঠবিড়ালি প্রাণ বাঁচাতে চেঁচামেচি শুরু করে। এ ছাড়া নিরীহ প্রাণী নামে পরিচিত হরিণ প্রাণ ভয়ে গহীন বনে চলে যায়। ফলে গতকাল সকালে লাউয়াছড়া বনের প্রবেশমুখে প্রাণীদের উপস্থিতি দেখা যায়নি।
শিরোনাম
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
- যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
- ঝিনাইদহে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২
- জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন
- শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- দোহায় হামলা চালানোয় নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি কাতারের
- ভাগ্নের বিরুদ্ধে মামাকে পিটিয়ে-কুপিয়ে হত্যার অভিযোগ
- চাকসু নির্বাচন: ছাত্রদলের আবেদনে মনোনয়নের সময় একদিন বাড়াল কমিশন
- ইউক্রেনে প্রথমবারের মতো অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
- নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার
- দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ও সড়ক অবরোধ
- বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিল গেটসের কেন অদম্য কৌতূহল
- পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত
- গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ৭৮
- টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা