এবার আগুনে পুড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক একর বন। শনিবার রাতে লাউয়াছড়া বন বিটের বাঘমারা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বনের প্রায় এক একর জায়গার বিভিন্ন গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমিটরি লেকের উত্তর-পশ্চিম ও হিড বাংলাদেশের পশ্চিমে আগুনের সূত্রপাত হয়। পরে বনের এক একর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও বনকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রেঞ্চ কর্মকর্তা শহীদুল ইসলাম গতকাল কমলগঞ্জ থানায় একটি জিডি করেছেন। বাঘমারা ক্যাম্পের দায়িত্বরত লাউয়াছড়ার বিট কর্মকর্তা আনিছুজ্জামান মুঠোফোনে বলেন, ‘আমি ছুটিতে আছি। আগুন লাগার ঘটনা জেনেছি। ধারণা করছি দুর্বৃত্বরা বনে আগুন লাগাতে পারে। এ ছাড়া কেউ সিগারেট খেয়ে বনে ফেলে দিলে তা থেকেও আগুন লাগতে পারে।’ স্থানীয় বন কর্মীরা বলেন, বনে কীভাবে আগুন লেগেছে তারা কিছুই জানেন না। রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা নেভাতে যান। লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বনে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবেও আগুন লাগাতে পারে অথবা সিগারেটের আগুন থেকেও আগুন লাগতে পারে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে সেখানে যাই। আগুনে বড় কোনো গাছ পুড়েনি, তবে যে লতাগুল্ম পুড়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ।’ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সম্প্রতি বনের বেঁতশ কাটার জন্য কিছু দুষ্কৃতকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। হয়তো তারা বনে বিচ্ছিন্নভাবে আগুন লাগিয়েছে। জানা যায়, লাউয়াছড়ার জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে আগুনে লাউয়াছড়া বনের প্রায় তিন একর জায়গা পুড়ে যায়। আগুন বনে ছড়িয়ে পড়ায় বনের বাসিন্দা বন্য প্রাণীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন বড় বড় গাছে থাকা বানর, হনুমান ও কাঠবিড়ালি প্রাণ বাঁচাতে চেঁচামেচি শুরু করে। এ ছাড়া নিরীহ প্রাণী নামে পরিচিত হরিণ প্রাণ ভয়ে গহীন বনে চলে যায়। ফলে গতকাল সকালে লাউয়াছড়া বনের প্রবেশমুখে প্রাণীদের উপস্থিতি দেখা যায়নি।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
লাউয়াছড়া বনে আগুন আতঙ্কে বন্যপ্রাণী
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর