এবার আগুনে পুড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক একর বন। শনিবার রাতে লাউয়াছড়া বন বিটের বাঘমারা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বনের প্রায় এক একর জায়গার বিভিন্ন গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমিটরি লেকের উত্তর-পশ্চিম ও হিড বাংলাদেশের পশ্চিমে আগুনের সূত্রপাত হয়। পরে বনের এক একর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও বনকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রেঞ্চ কর্মকর্তা শহীদুল ইসলাম গতকাল কমলগঞ্জ থানায় একটি জিডি করেছেন। বাঘমারা ক্যাম্পের দায়িত্বরত লাউয়াছড়ার বিট কর্মকর্তা আনিছুজ্জামান মুঠোফোনে বলেন, ‘আমি ছুটিতে আছি। আগুন লাগার ঘটনা জেনেছি। ধারণা করছি দুর্বৃত্বরা বনে আগুন লাগাতে পারে। এ ছাড়া কেউ সিগারেট খেয়ে বনে ফেলে দিলে তা থেকেও আগুন লাগতে পারে।’ স্থানীয় বন কর্মীরা বলেন, বনে কীভাবে আগুন লেগেছে তারা কিছুই জানেন না। রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা নেভাতে যান। লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বনে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবেও আগুন লাগাতে পারে অথবা সিগারেটের আগুন থেকেও আগুন লাগতে পারে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে সেখানে যাই। আগুনে বড় কোনো গাছ পুড়েনি, তবে যে লতাগুল্ম পুড়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ।’ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সম্প্রতি বনের বেঁতশ কাটার জন্য কিছু দুষ্কৃতকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। হয়তো তারা বনে বিচ্ছিন্নভাবে আগুন লাগিয়েছে। জানা যায়, লাউয়াছড়ার জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে আগুনে লাউয়াছড়া বনের প্রায় তিন একর জায়গা পুড়ে যায়। আগুন বনে ছড়িয়ে পড়ায় বনের বাসিন্দা বন্য প্রাণীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন বড় বড় গাছে থাকা বানর, হনুমান ও কাঠবিড়ালি প্রাণ বাঁচাতে চেঁচামেচি শুরু করে। এ ছাড়া নিরীহ প্রাণী নামে পরিচিত হরিণ প্রাণ ভয়ে গহীন বনে চলে যায়। ফলে গতকাল সকালে লাউয়াছড়া বনের প্রবেশমুখে প্রাণীদের উপস্থিতি দেখা যায়নি।
শিরোনাম
- সরাইলে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
- আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর
- ঠাকুরগাঁওয়ে স্কাউটস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
- রাজধানীতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা
- চতুর্থ বারের মতো বাবা, উচ্ছ্বসিত নেইমার
- ভোলায় বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা
- গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন, যুদ্ধবিমান দিয়ে তাড়া
- মালয়েশিয়ায় খেলার মাঠেই মারা গেলেন গোলরক্ষক
- শহীদ নারীযোদ্ধাদের পরিবার যেন হারিয়ে না যায়: উপদেষ্টা শারমিন
- গ্রেনাডা টেস্ট: লড়াই জমিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া
- ভাষানটেকে মাদ্রাসা পড়ুয়া শিশুর রহস্যজনক মৃত্যু
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, বললেন জেলেনস্কি
- রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা?
- খুশকি দূর করার প্রাকৃতিক উপায়
- ২৩ বছর পর ফিরছে ‘জাদু’? ‘কৃষ-৪’ সিনেমায় থাকছে আরও যে চমক
- কাউফলে আছে নানারকম গুণ
- পাঁচ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে ইসরায়েল: রিপোর্ট
- থ্রেডসে ‘মেসেজ সিস্টেম’ আনলো মেটা
- একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে : মির্জা ফখরুল