মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাঁধে শুকিয়ে যাচ্ছে নদী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাঁধে শুকিয়ে যাচ্ছে নদী

বাগমারা উপজেলার বারনই নদী -বাংলাদেশ প্রতিদিন

বাগমারা উপজেলা অংশের বারনই ও ফকিন্নি নদীর উজানে বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে শুকিয়ে গেছে পুঠিয়া উপজেলার জগদীশপুর অংশের নদীর পানি। বন্ধ হয়ে গেছে ভাসমান সেচ পাম্পগুলো (এলএলপি)। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেতের ধান ও বীজতলা।

জানা যায়, বারনই ও ফকিন্নি নদীর উজানে (বাগমারা উপজেলা অংশে) বাঁধ নির্মাণ করে পাউবো নদী পুনঃখনন কাজ করছে। বারনই নদীর ভাটির দিকে পুঠিয়ার অংশে নদীর প্রায় ১৫ কিলোমিটার এলাকার পানি শুকিয়ে গেছে। পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের জগদীশপুরে বারনই নদীর ওপর বিএমডিএ নির্মিত রাবার ড্যামের আপ স্ট্রিমে সেচের জন্য ২৪টি বিদ্যুচ্চালিত এলএলপি ও ব্যক্তিমালিকানাধীন ১৫০টি ডিজেলচালিত এলএলপি আছে। নদীর পানি কমে যাওয়ায় অধিকাংশ এলএলপি বন্ধ হয়ে গেছে। এসব সেচযন্ত্রের আওতায় আবাদ করা প্রায় ২ হাজার হেক্টর জমির ধান নষ্ট হওয়ার পথে। এতে অপূরণীয় ক্ষতি হবে বলে বিএমডিএ চেয়ারম্যানকে জানিয়েছে স্থায়ী কৃষক। বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান জানান, বোরো ফসল রক্ষায় বারনই নদীতে সেচের জন্য পানি সরবরাহ সচল রাখতে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। কৃষকের যেন কোনো ক্ষতি না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ জানান, নদী খননের জন্য সাময়িক বাঁধ দেওয়া হয়েছে। খনন কাজ শেষ হওয়ার পর বাঁধটি সরিয়ে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর