আড়াইহাজারে দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এই ঘটনা ঘটে। আহত রিপন (৪২) ও তার ভাই খোকনকে (৩২) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত রিপন জানান, ৫০ বছর ধরে আমরা আমাদের বাড়িতে বসবাস করে আসছি। হঠাৎ করে সোমবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের মোস্তফা আমাদের সীমানার ওপর ঘর নির্মাণ করতে যায়। এই সময় আমি ও আমার ভাই বাধা দিলে ভাড়াটিয়া সন্ত্রাসী একই এলাকার হাক্কির ছেলে ছাদু লোকজন নিয়ে আমাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় মামলা হয়েছে।
রিপন অভিযোগ করেন, ছাদু বর্তমানে এক ডাকাতের ছত্রছায়ায় থেকে এলাকায় বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।