টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বিদেশি পিস্তল ও বিপুল সংখ্যক দেশি অস্ত্রসহ আরজু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মির্জাপুর থানা পুলিশ উপজেলার মহেড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আরজু মিয়া স্বল্পমহেড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাস জীবন শেষে গত ফেব্রুয়ারি মাসে দেশে আসে। এর আগে তিনি দক্ষিণ কোরিয়া প্রবাসী ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে মির্জাপুর থানার এসআই আবুল বাশার মোল্লা, রামকৃষ্ণ দাস ও এএসআই হামিদুলের নেতৃত্বে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুসা জানান, গোপন খবরে পুলিশ শুক্রবার রাতে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ বিপুল সংখ্যক দেশি অস্ত্র উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।