বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মা ভবানীর মন্দির পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক মা ভবানীর মন্দির পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। গতকাল বেলা ২টায় তিনি মন্দির পরিদর্শনে এলে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। জানানো হয় ফুলেল শুভেচ্ছা। পরে তিনি মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে অভিভূত হন। মন্দিরের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রণয় কুমার ভার্মা। এরপর মাতৃদর্শন ও পূর্জা অর্চনা করে প্রসাদ গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা ইয়াসমিন, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরীন, শেরপুর ইউএনও সানজিদা সুলতানা প্রমুখ।

সর্বশেষ খবর