কুষ্টিয়া জেলাজুড়ে চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাঁসফাঁস করছে প্রাণিকুল। দাবদাহের সঙ্গে জেলায় বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। এ অবস্থায় কুষ্টিয়া জেলায় হাত পাখার কদর বেড়েছে। চাহিদা বাড়ায় পাখা তৈরির কারিগরদের দম ফেলার সময় নেই। দিনরাত সমান তালে পাখা তৈরিতে ব্যস্ত তারা। জেলা শহরের রাজারহাট মোড়ে রয়েছে কয়েকটি পাতপাখা বিক্রির পাইকারি দোকান। নারায়ণ রায় নামে এক দোকানি জানান, গরমের সঙ্গে সঙ্গে হাতপাখার কদর শুরু হয়। তবে তীব্র দাবদাহের কারণে দুই সপ্তাহ কুষ্টিয়ায় ব্যাপক হারে হাতে তৈরি তাল পাখার কদর বেড়েছে। গরমের শুরুতে প্রতিদিন তার দোকানে ৫০-৭০টি পাখা বিক্রি হতো। এখন একেকটি দোকানে দিনে ২০০-৩০০টি পাখা বিক্রি হচ্ছে। চাহিদা বাড়ায় পাইকারিতে হাতপাখার দামও বৃদ্ধি পেয়েছে। আগে বাঁশের হাতল দিয়ে তৈরি প্রতি ১০০ পিস পাখার দাম ছিল ৯০০-১০০০ টাকা। এখন একই পরিমাণ হাতপাখা ১৫০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আরেক পাইকারি দোকানদার প্রকাশ জানান, এ বছর গরমের শুরুতে হাতপাখার চাহিদা এত ছিল না। হঠাৎ গরম বেশি পড়ায় এবং লোডশেডিংয়ের কারণে পাখার চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়েছে। হাতপাখা কিনতে আসা ব্যবসায়ী জাকির আলী জানান, একে তীব্র গরম। সেই সঙ্গে ঘনঘন লোডশেডিং চলছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি থাকাই গ্রামগঞ্জে পাখার কদর তুঙ্গে। কুষ্টিয়া ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানান, বর্তমানে জেলায় তাদের আওতাধীন এলাকার জন্য প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৫৮ থেকে ৬০ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল হওয়ায় বাই রোটেশনে এলাকাভিত্তিক লোডশেডিং করে ঘাটতি মোকাবিলা করা হচ্ছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুতের (কুমারখালী-খোকসা) এলাকার দায়িত্বপ্রাপ্ত ডিজিএম আনসার আলী জানান, বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের চাহিদা সকালে ১০৮ মেগাওয়াট এবং সন্ধ্যায় ১৩৭ মেগাওয়াট। অথচ সন্ধ্যার সময় পাওয়া যাচ্ছে মাত্র ৯৬ মেগাওয়াট। ফলে প্রতিনিয়তই বিদ্যুতের ঘাটতি থেকেই যাচ্ছে।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
গরমে কদর হাতপাখার
আল-মামুন সাগর, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর