ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্রি ধান-২৮ জাতের বোরো ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। আক্রান্ত খেতের ধান পরিণত হচ্ছে চিটায়। ফসল হারানোর আশঙ্কায় পড়েছেন কৃষক। ঋণ পরিশোধের পাশাপাশি বছরের খাবার কীভাবে জুটবে, সেই দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকার ধান খেতে ব্লাস্ট রোগ দেখা গেছে। আক্রান্ত জমি থেকে ধীরে ধীরে রোগ আশপাশের জমিতে ছড়িয়ে পড়ছে। উপজেলার ছোট কুড়িপাইকা, আনোয়ারপুর, কল্যাণপুর, দ্বীজয়পুর, ধাতুরপহেলা, বাউতলা, পৌর এলাকার খালাজোড়া, দুর্গাপুর এবং নারায়ণপুরের একাধিক কৃষক জানান, বোরো আবাদের শুরুর দিকে আবহাওয়া অনুকূলে থাকায়, রোগবালাইয়ের তেমন প্রাদুর্ভাব ছিল না। কৃষকরা ভালো ফলনের আশা করেছিলেন। শেষ মুহূর্তে ব্লাস্ট রোগের হানা দেওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কেমন হবে এখনো নির্ণয় করা যাচ্ছে না। বৈশাখের সোনালি ফসল রোগাক্রান্ত হওয়ায় হারিয়ে গেছে কৃষকদের হাসি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ইরি বোরো মৌসুমে উপজেলায় প্রায় ৫ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-২৮ ও ২৯ আবাদ হয়েছে ১৫০০ হেক্টর জমিতে। খালাজোড়া এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, এ মৌসুমে তার আবাদ করা আট বিঘা জমির মধ্যে ছয় বিঘায় ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। জমিতে ধানের শীষ মরে সাদা হয়ে গেছে। দূর থেকে ধান পাকা দেখা গেলেও কাছে গিয়ে দেখা যায় শীষগুলো শুকিয়ে চিটা হয়ে মরে গেছে। দেড় লাখ টাকা ঋণ নিয়ে জমি আবাদ করেছিলাম। আশা ছিল ফসল তুলে ঋণ পরিশোধ করব। এখন আমার সব শেষ হয়ে গেল। কী করব বুঝতে পারছি না। পরিবার পরিজন নিয়ে খাব কী? আর কীভাবে ঋণ পরিশোধ করব? আরেক কৃষক আবদুল কাইয়ুম জানান, ব্যাংক থেকে ২ লাখ টাকা লোন নিয়ে ১৪ বিঘা জমিতে ইরি বোরো আবাদ করেছিলাম। ফসল ঘরে তোলার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। এরই মধ্যে আট বিঘা জমি ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, এ বছর আবহাওয়ার কিছু তারতম্য থাকায় বিশেষ করে দিনে তাপমাত্রা বেশি ও রাতে কম থাকায় এবং যে জমিতে আগাম আবাদ করেছে সেই জমিতে ব্লাস্ট আক্রমণ হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ২৬ হেক্টর জমিতে ব্লাস্ট রোগ ছড়িয়েছে। এটি প্রাকৃতিক বিপর্যয়। আমরা এখন কৃষকদের ব্রি-ধান ২৮ জাতের ধান চাষে নিরুৎসাহিত করছি। ভয়ের কোনো কারণ নেই। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ইরি বোরোর বাম্পার ফলন আশা করা যায়।
শিরোনাম
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন
- গাজীপুরে ৪ ডাকাত গ্রেপ্তার
- ছয় হত্যা মামলার আসামি সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৬ মামলা
- ভারতকে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানো থেকে বিরত থাকতে হবে : শাহবাজ শরিফ
- ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২
- বুড়িরহাট হটিকালচার সেন্টারে দেখা মিলল বিপন্ন প্রজাতির পুত্রঞ্জীব গাছ
- চলন্ত ট্রেনের বগি থেকে পড়ে গেলেন স্টেশন মাস্টার
- ১৩ নভেম্বর ঘিরে শঙ্কা নেই, ঢাকাবাসী তৎপরতা রুখে দেবে : ডিএমপি কমিশনার
- গাইবান্ধায় আগুনে বসতবাড়ি ভস্মীভূত
- স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ লাখ টাকায় রফা, ভাগ নিলেন মাতবররা!
ধানে চিটা, মাথায় হাত
উৎপাদন খরচ ওঠা নিয়ে কৃষকের শঙ্কা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর