নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে নিখোঁজ কিশোর ইমনসহ দুজনের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। মাধবদীর উত্তর চরভাসানিয়া এলাকা থেকে গতকাল তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত একজনের নাম ইমন মিয়া (১৬)। সে মাধবদী পৌরসভার উত্তর বিরামপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে। অন্য যুবকের পরিচয় জানা যায়নি। নৌপুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে মাধবদীর উত্তর বিরামপুর এলাকা থেকে ইমন, সাব্বির ও আবদুল্লাহ মেঘনার পাড়ে ঘুরতে যায়। দুপুর ১টার দিকে তিনজনই নদীতে গোসল করতে নামে। তখন তারা তলিয়ে যেতে থাকে। এ সময় একটি বনভোজনের নৌকা পাশ দিয়ে যাচ্ছিল। কিশোরদের তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে নৌকার মাঝি দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। নিখোঁজ হয়েছিল ইমন। নিখোঁজের এক দিন পর গতকাল বিকালে ইমনের লাশ উদ্ধার করা হয়। ওই সময় অজ্ঞাতনামা আরও এক যুবকের লাশ পাওয়া যায়।
ভঙ্গারচর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমীরুল হক বলেন, উদ্ধার দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।