শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

কুড়িগ্রাম প্রতিনিধি

ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট এলাকায় একটি ভাঙা ব্রিজের ওপর মাটি ফেলে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পাঁচ গ্রামের বাসিন্দারা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা এমন আশঙ্কা এলাকাবাসীর। জানা যায়, বঙ্গসোনাহাট ইউনিয়নে সোনাহাট ছড়ার ওপর চৌধুরী বাজার ব্রিজটি প্রায় ছয় বছর আগে বন্যায় ভেঙে যায়। তখন থেকে ব্রিজটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে ভাঙা সেতুর ওপর দিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ। এ সেতুতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বঙ্গসোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন জানান, সোনাহাট ছড়ার (বিল) ওপর নির্মিত চৌধুরী বাজার সেতুর উত্তর দিকের পিলার দেবে একটি অংশ হেলে পড়েছে। সম্প্রতি ওই অংশ আরও দেবে যাওয়ায় সেতুটি খুবই ঝুঁকিতে পড়ে। ভাঙা অংশের এক প্রান্ত উঁচু এবং অন্য প্রান্ত নিচু হয়ে গেছে। নিচু অংশ দিয়ে কোনো যানবহন যখন ওপরে উঠে তখন উল্টে দুর্ঘটনা ঘটছিল। এ ছাড়া লোকজন ঠেলে যানবাহন ওপরে ওঠার চেষ্টা করলে তাদের দুর্ঘটনার কবলে পড়তে হতো। সম্প্রতি ব্রিজের ওপর মাটি ফেলে যান চলাচলের উপযোগী করা হয়েছে। স্থানীয় বাসিন্দা স্বপন ও বাচ্চু মিয়া বলেন, এই সেতুর ওপর দিয়ে চৌধুরী বাজার, চরবলদিয়া, গণাইরকুটি, মাহিগঞ্জ ও সতীপুরী গ্রামের ২৫ হাজারের বেশি মানুষ যাতায়াত করেন। দীর্ঘ দিনেও সেতুটি মেরামত না করায় যানবাহন ঝুঁকি নিয়ে পারপার হচ্ছে। কয়েক দিনে কয়েকটি দুর্ঘটনা ঘটনার কথা জানান তারা। দুর্ঘটনার শিকার এক অটোরিকশাচালকের নাতি বিপুল মিয়া বলেন, চৌধুরী বাজার সেতুতে দুর্ঘটনার শিকার হয়ে আমারা দাদা আহত হয়েছেন। এখন তিনি বিছানায়। ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ বলেন, চৌধুরী বাজার সেতুটি নির্মাণের জন্য তালিকাভুক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর