বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণা

লাকসাম প্রতিনিধি

ফেসবুকে বিভিন্ন নামে ভুয়া পেজ খুলে দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে মোবাইল সেট ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কুমিল্লার লাকসামে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। উপজেলার দক্ষিণ বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। গ্রেফতাররা হলেন- নাঙ্গলকোট উপজেলার ওয়াশিম মজুমদারের ছেলে সৌরভ আলী মজুমদার শুভ, একই এলাকার ইব্রাহিমের ছেলে আনিসুল হক শাহীন এবং মক্রবপুর ইউনিয়নের সহিদুল ইসলামের ছেলে সাকিব। তাদের কাছ থেকে আইফোন, স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, চক্রটি ভুয়া ফেসবুক আইডি থেকে মার্কেটপ্লেসে বিভিন্ন গ্রুপ ক্রেতাদের আকৃষ্ট করার জন্য মোবাইল ফোনের লোভনীয় বিজ্ঞাপন আপলোড করে। এসব পোস্টে সেট এক্সচেঞ্জ করারও অফার দেওয়া হয়। তখন ক্রেতারা পোস্টে কমেন্ট করে মোবাইল ফোন ক্রয় বা এক্সচেঞ্জ করতে চাইলে তাদের সঙ্গে যোগাযোগের জন্য সুকৌশলে মোবাইল নম্বর সংগ্রহ করে। পর মোবাইল নম্বর থেকে পুলিশের এসআই পরিচয়ে দিয়ে কল করে বিভিন্ন পেশার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে আসছিল।

সর্বশেষ খবর