মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল সকাল ৮টার দিকে সদর উপজেলার চেহেলগাজী ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হয়। এ সময় নামাজের ইমামতি করেন বড়ইল মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কাইয়ুম। এতে অংশ নেন ওই এলাকার কয়েক শ মুসল্লি। গাছপালা, ফলমুল, কৃষি ফসল রক্ষা, মানুষ ও পশুপাখির কষ্টের অবসান চেয়ে নিজেদের পাপাচারের ক্ষমার জন্য তওবা করে বৃষ্টি বর্ষণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান তারা। আয়োজক কমিটির পক্ষ থেকে কামরুল ইসলাম কামাল জানান, আমরা কয়েক মুরব্বি ও ইমামদের সঙ্গে আলোচনা করে বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়। এদিকে দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও কয়েক দিন ধরে দিনের তাপমাত্রা বিরাজ করছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া অফিস জানায়, শনিবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রবিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর