মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী। বাসা-বাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না কেউ। কয়েল ও স্প্রে সবকিছুই যেন মশার উপদ্রবের কাছে হার মানছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই নেই। এতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, যত্রতত্র আবর্জনার স্তূপ, ড্রেনের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া ছাড়াও নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে পৌরসভাজুড়ে মশার উপদ্রব বেড়েছে। জানা গেছে, ১৯৬৩ সালে ৭ ডিসেম্বর ৩৮ দশমিক ৩৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে পৌরসভাটির যাত্রা শুরু করে। ১৯৮৯ সালে পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসীর দুর্ভোগের শেষ নেই। মশার উপদ্রব এমনভাবে বেড়েছে ছাত্র-ছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। মশা কামড়ানোর পর ফুলে ওঠে ও যন্ত্রণা শুরু করে। পৌরসভার ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়। এ ছাড়া পৌরসভার প্রায় সব এলাকায় সড়কের পাশের অধিকাংশ স্থানে নালার ঢাকনা না থাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে। মশা নিধনের কার্যক্রম পৌরবাসীর চোখে তেমন পড়ে না বলে অভিযোগ। পৌরবাসীর অভিযোগ; শুধু কাগজে কলমে এটি প্রথম শ্রেণির পৌরসভা। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। পৌরসভার নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে থাকে। এ ছাড়া নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ছাড়া পৌরসভার মশক নিধন কার্যক্রমের অভাবে মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলেও দাবি করেন তারা। দিন-রাত সমান তালে মশা কামড়ায়। কয়েল দিয়েও মশা থেকে রক্ষা পাওয়া যায় না। বাচ্চারা ঠিকমতো পড়াশোনাও করতে পারে না। পৌর মেয়র নজমুল হক সনি বলেন, জলাবদ্ধতা দূরীকরণে এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখতে প্রতি বছর বর্ষা মৌসুমের শুরুতে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি হ্যান্ড মেশিনের সাহায্যেও মশক নিধনে কীটনাশক স্প্রে করা হয়। তারপরও মশা নিধনের জন্য সময় লাগবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
আবর্জনা ও মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর