মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী। বাসা-বাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না কেউ। কয়েল ও স্প্রে সবকিছুই যেন মশার উপদ্রবের কাছে হার মানছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই নেই। এতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, যত্রতত্র আবর্জনার স্তূপ, ড্রেনের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া ছাড়াও নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে পৌরসভাজুড়ে মশার উপদ্রব বেড়েছে। জানা গেছে, ১৯৬৩ সালে ৭ ডিসেম্বর ৩৮ দশমিক ৩৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে পৌরসভাটির যাত্রা শুরু করে। ১৯৮৯ সালে পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসীর দুর্ভোগের শেষ নেই। মশার উপদ্রব এমনভাবে বেড়েছে ছাত্র-ছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। মশা কামড়ানোর পর ফুলে ওঠে ও যন্ত্রণা শুরু করে। পৌরসভার ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়। এ ছাড়া পৌরসভার প্রায় সব এলাকায় সড়কের পাশের অধিকাংশ স্থানে নালার ঢাকনা না থাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে। মশা নিধনের কার্যক্রম পৌরবাসীর চোখে তেমন পড়ে না বলে অভিযোগ। পৌরবাসীর অভিযোগ; শুধু কাগজে কলমে এটি প্রথম শ্রেণির পৌরসভা। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। পৌরসভার নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে থাকে। এ ছাড়া নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ছাড়া পৌরসভার মশক নিধন কার্যক্রমের অভাবে মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলেও দাবি করেন তারা। দিন-রাত সমান তালে মশা কামড়ায়। কয়েল দিয়েও মশা থেকে রক্ষা পাওয়া যায় না। বাচ্চারা ঠিকমতো পড়াশোনাও করতে পারে না। পৌর মেয়র নজমুল হক সনি বলেন, জলাবদ্ধতা দূরীকরণে এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখতে প্রতি বছর বর্ষা মৌসুমের শুরুতে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি হ্যান্ড মেশিনের সাহায্যেও মশক নিধনে কীটনাশক স্প্রে করা হয়। তারপরও মশা নিধনের জন্য সময় লাগবে।
শিরোনাম
- তারেক রহমানের হাত ধরে দেশে কৃষি ও অর্থনৈতিক বিপ্লব ঘটবে: তৃপ্তি
- নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতাদের মিলনমেলা
- রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার
- চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ
- লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
- গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : আসিফ নজরুল
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
- পাইপ বোরিং করতে গিয়ে বের হচ্ছে গ্যাস, রান্না করছেন অনেকে
- বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
- নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : মামুনুল হক
- ‘৩১ দফা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার নিশ্চিত করার এক নতুন অঙ্গীকার’
- জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী : প্রাণিসম্পদ উপদেষ্টা
- ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার
- রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশুর মৃত্যু
- জায়মা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
- দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান
- কুড়িগ্রামে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৬
- দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী
আবর্জনা ও মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ, যা বলছে যুক্তরাষ্ট্র-রাশিয়া
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘ইসলামোফোবিয়ার’ বিরুদ্ধে দাঁড়াতে নিজের মুসলিম পরিচয়ে দৃঢ় অবস্থান মামদানির
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম