মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী। বাসা-বাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না কেউ। কয়েল ও স্প্রে সবকিছুই যেন মশার উপদ্রবের কাছে হার মানছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই নেই। এতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, যত্রতত্র আবর্জনার স্তূপ, ড্রেনের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া ছাড়াও নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে পৌরসভাজুড়ে মশার উপদ্রব বেড়েছে। জানা গেছে, ১৯৬৩ সালে ৭ ডিসেম্বর ৩৮ দশমিক ৩৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে পৌরসভাটির যাত্রা শুরু করে। ১৯৮৯ সালে পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসীর দুর্ভোগের শেষ নেই। মশার উপদ্রব এমনভাবে বেড়েছে ছাত্র-ছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। মশা কামড়ানোর পর ফুলে ওঠে ও যন্ত্রণা শুরু করে। পৌরসভার ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়। এ ছাড়া পৌরসভার প্রায় সব এলাকায় সড়কের পাশের অধিকাংশ স্থানে নালার ঢাকনা না থাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে। মশা নিধনের কার্যক্রম পৌরবাসীর চোখে তেমন পড়ে না বলে অভিযোগ। পৌরবাসীর অভিযোগ; শুধু কাগজে কলমে এটি প্রথম শ্রেণির পৌরসভা। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। পৌরসভার নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে থাকে। এ ছাড়া নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ছাড়া পৌরসভার মশক নিধন কার্যক্রমের অভাবে মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলেও দাবি করেন তারা। দিন-রাত সমান তালে মশা কামড়ায়। কয়েল দিয়েও মশা থেকে রক্ষা পাওয়া যায় না। বাচ্চারা ঠিকমতো পড়াশোনাও করতে পারে না। পৌর মেয়র নজমুল হক সনি বলেন, জলাবদ্ধতা দূরীকরণে এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখতে প্রতি বছর বর্ষা মৌসুমের শুরুতে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি হ্যান্ড মেশিনের সাহায্যেও মশক নিধনে কীটনাশক স্প্রে করা হয়। তারপরও মশা নিধনের জন্য সময় লাগবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ মে)
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
- ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত
- বাংলাদেশের চারটি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
- নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার
- কুতুবদিয়ায় মাছ ধরার সময় আটক দুই নৌকা, মুচলেকায় মুক্ত
- চাঁবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
- দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ
- ‘সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে’
- শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন