নারায়ণগঞ্জ ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে শহীদুল্লাহ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী ব্যবসায়ী ফতুল্লা থানায় মামলা করেন। জানা যায়, রবিবার গভীর রাতে ভবনের দ্বিতীয় তলার গ্রিল কেটে রুমে প্রবেশ করে ডাকাত দল। পরে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও চোখ বেঁধে ১৫ লাখ টাকাসহ ৮০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। একই রাতে আড়াইহাজারের মারুয়াদী গ্রামের শাহজাহান, দিগলদীর রিয়াজ ও মনোহরদীর আবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।