দিনাজপুরে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলায় এবার ৪৭ হাজার হেক্টর জমিতে এ জাতের ধান আবাদ হয়েছে। বিভিন্ন হাট-বাজারে সীমিত আকারে উঠতেও শুরু করেছে এ ধান। ধান কেটে বাড়িতে আনায় নতুন ধানের ম-ম গন্ধে সৌরভ ছড়াচ্ছে কৃষকের ঘর। সেই সঙ্গে, ধান মাড়াই করে খড়ের ভালো দাম পাচ্ছে কৃষক। হেমন্তে নবান্নের আনন্দে সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। ইতোমধ্যে বাড়ির উঠোন ভরে উঠছে নতুন ধানে। চারদিকে ধানের ম-ম গন্ধ। আনন্দ আর উৎসবে ঘরে ঘরে শুরু হয়েছে পিঠাপুলির নানা আয়োজন। গত মৌসুমে বিনা-৯০ ধান ৭৫ কেজির বস্তা বিক্রি হয়েছিল ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৩০০ টাকা। এবার তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। বিনা ১৭, বিনা ৭৫, বিআর ৫১ ধান ৭৫ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ১৫০ টাকা থেকে ২ হাজার ২৫০ টাকা। যা গত বছর ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ১০০ টাকা। রানীবন্দরের রফিকুল ইসলাম বলেন, খেত থেকে ধান কেটে আনার পর বাড়ির উঠানে মাড়াই করছি। এরপর সব ধানই বিক্রি করছি, আর কিছু রাখছি পিঠা খাওয়ার জন্য। কৃষক ও ব্যবসায়ীরা জানান, ধান বাজারে উঠতে শুরু করেছে। ধান কাটার পর অনেক কৃষক ওই জমিতে এখন আলু, ভুট্টা, গমসহ শীতকালীন সবজি চাষ করার প্রস্তুতি নিচ্ছেন, আর কেউ কেউ তা শুরু করেছেন। তারা বলছেন, আগাম জাতের ধান বীজতলায় বীজ বপণ থেকে মাত্র ১২০ দিনের মধ্যে কেটে ঘরে তোলা যায়। কাহারোলের কাজী কাটনা গ্রামের নাঈমুল ইসলাম জানান, আগাম জাতের ধান কাটার পর ওই জমিতে ভুট্টা লাগিয়েছেন তিনি। কাহারোলের ডহচি গ্রামের কৃষক হরিকান্ত রায় জানান, তিনি এবার আমন মৌসুমে বিভিন্ন জাতের আগাম ধান আবাদ করে লাভবান হয়েছেন। কাহারোলের বলেয়া হাটে প্রতি মণ ধান প্রকারভেদে বিক্রি হয়েছে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২৮০ টাকা পর্যন্ত। পাঁচবাড়ির কৃষক গৌতম দাস বলেন, মৌসুমে আগাম জাতের বিনা ৯০ ধানের দাম বেশি হওয়ায় এবারও চাষ করেছি। কিন্তু পাইকার বা মিল মালিকরা ধানের দাম কম বলছেন। এবার ধানে লোকসান না হলেও লাভ তেমন হবে না। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চলতি মৌসুমে ২ লাখ ৭১ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অতিরিক্ত ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। এর মধ্যে আগাম জাতের আমন চাষ হয়েছে ৪৭ হাজার হেক্টর জমিতে। যা গত বছর ছিল ৪৫ হাজার হেক্টর। চাল হিসেবে গড় ফলন ধরা হয়েছে হেক্টর প্রতি ৩.১১ টন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
আগাম আমন ধান কাটার ধুম
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর